A
কমপ্যাক, ১৯৮৫
B
এপসন, ১৯৮১
C
আইবিএম, ১৯৮৩
D
অ্যাপল, ১৯৭৭
উত্তরের বিবরণ
ল্যাপটপ কম্পিউটার
-
ল্যাপটপ হলো হালকা ও ছোট সাইজের কম্পিউটার, যা সহজেই বহন করা যায়।
-
এটি বিদ্যুৎ সরবরাহ হিসেবে এসি পাওয়ার এবং ব্যাটারি দুইভাবে চালানো যায়।
-
১৯৮১ সালে Epson কোম্পানি প্রথমবারের মতো ল্যাপটপ কম্পিউটার তৈরি করে।
-
ডেক্সটপ কম্পিউটারের চেয়ে ল্যাপটপ অনেক কম বিদ্যুৎ খরচ করে।
-
ল্যাপটপে মাউসের বদলে টাচপ্যাড ব্যবহার করা হয়।
-
চাইলে ল্যাপটপে আলাদা মনিটর, মাউস, কীবোর্ড ইত্যাদি যুক্ত করা যায়।
-
বাংলাদেশের প্রথম ল্যাপটপের নাম দোয়েল (DOEL)।
-
দোয়েল ল্যাপটপ তৈরি করেছে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 6 days ago