নিচের কোন বানানটি শুদ্ধ?
A
ব্যাক্তি
B
দুর্বিসহ
C
ভূল
D
জাজ্বল্যমান
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী শুদ্ধ বানান ‘জাজ্বল্যমান’। এটি একটি বিশেষণ, যার সঠিক উচ্চারণ জাজ্জোল্লোমান্। শব্দটির অর্থ—
-
অত্যন্ত উজ্জ্বল,
-
অত্যন্ত ভাস্বর,
-
সুস্পষ্ট বা সুপ্রকট।
এছাড়া অন্যান্য শব্দের শুদ্ধ বানান হলো—
-
দুর্বিষহ (ভুল রূপ: দুর্বিসহ),
-
ব্যক্তি (ভুল রূপ: ব্যাক্তি),
-
ভুল (ভুল রূপ: ভূল)।

0
Updated: 1 day ago
'ধরি মাছ না ছুঁই পানি' প্রবাদের অর্থ কী?
Created: 3 weeks ago
A
বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি
B
নিজেকে সংশ্লিষ্ট না করা
C
নির্বুদ্ধিতা- চালাকি ধরা পড়া
D
দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না
বাংলা ভাষায় প্রচলিত প্রবচনগুলো সাধারণত বুদ্ধি, অভিজ্ঞতা ও জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রকাশ করে। এগুলোর মাধ্যমে সমাজের নানা বাস্তবতাকে সংক্ষেপে বোঝানো হয়। নিচে কিছু প্রবচনের অর্থ দেওয়া হলো—
ধরি মাছ না ছুঁই পানি অর্থ বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি করা।
কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো অর্থ কোনো বিষয়ে নিজেকে সম্পূর্ণ অসংশ্লিষ্ট রাখা।
ঠাকুর ঘরে কে? না, আমি কলা খাইনি অর্থ নির্বুদ্ধিতা বা চালাকি ধরা পড়ে যাওয়া।
ভাঙবে তো মচকাবে না অর্থ দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়কে তোয়াক্কা করে না।
উৎস:

0
Updated: 3 weeks ago
'A beggar may sing before a pick-pocket.' এর বাংলা অনুবাদ -
Created: 6 days ago
A
ন্যাংটার নেই বাটপাড়ের ভয়।
B
নানা মুনির নানা মত।
C
নাচতে না জানলে উঠোন বাঁকা।
D
ধর্মের ঢাক আপনি বাজে।
‘ন্যাংটার নেই বাটপাড়ের ভয়’ এর ইংরেজি অনুবাদ হলো A beggar may sing before a pick-pocket। এটি বোঝায় যে, যার ভয় নেই বা যার কিছু হারানোর নেই, সে সহজে সাহসী বা নির্ভয়ে আচরণ করতে পারে।
অন্যদিকে—
-
ধর্মের ঢাক আপনি বাজে — Virtue proclaims itself
-
নাচতে না জানলে উঠোন বাঁকা — A bad workman quarrels with his tools
-
নানা মুনির নানা মত — All feet tread not in one shoe

0
Updated: 6 days ago
সারাংশের জন্য গুরুত্বপণূ দিক কোনটি?
Created: 1 month ago
A
সৃজনশীলতা
B
প্রাঞ্জলতা
C
মননশীলতা
D
ভাষারীতির শুদ্ধতা
সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক প্রাঞ্জলতা। অর্থাৎ, যে বিষয় সম্পর্ক নিয়ে সারাংশ লেখা হচ্ছে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে। অতিরিক্ত বড় করা যাবে না সারাংশ। শুধুমাত্র মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। যে অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা থেকে বাক্য লিখা যাবে না।

0
Updated: 1 month ago