বাংলা অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
উত্তরের বিবরণ
অনুনাসিক স্বরধ্বনি হলো সেই ধ্বনি, যেগুলোর উচ্চারণকালে মুখগহ্বরের পাশাপাশি নাসাগহ্বর দিয়েও বায়ু নির্গত হয়। সাধারণত মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বের হয় এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখন কোমল তালু সামান্য নিচে নেমে যায়, তখন কিছু বায়ু নাক দিয়েও বেরিয়ে আসে, ফলে ধ্বনিগুলো অনুনাসিক স্বরধ্বনিতে পরিণত হয়।
বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনির উপস্থিতি চিহ্নিত করার জন্য স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহার করা হয়।
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
অনুনাসিক স্বরধ্বনি (৭টি):
[ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]
এইভাবে অনুনাসিকতা ধ্বনির উচ্চারণে একটি বিশেষ নাসিক গুণ যুক্ত করে, যা শব্দের ধ্বনিগত বৈচিত্র্য বৃদ্ধি করে।

0
Updated: 1 day ago
সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক ছিলেন-
Created: 1 month ago
A
দীনেশরঞ্জন দাশ
B
বুদ্ধদেব বসু
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
বিহারীলাল চক্রবর্তী
সাহিত্য পত্রিকা ‘কবিতা’
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
অন্যান্য সম্পাদকের নাম: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু: কবিতা এবং কবিতা সম্পর্কিত গদ্য
-
বিশেষত্ব: আধুনিক বাঙালি কবিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা; এই পত্রিকায় লিখেননি এমন উল্লেখযোগ্য কবি কমই আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
অপত্নীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ননদ
B
তেজস্বিনী
C
জেলেনি
D
দাদি
সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের:
- পত্নীবাচক,
- অপত্নীবাচক।
পত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
যেমন: পিতা - মাতা, চাচা - চাচি, দাদা - দাদি, জেলে - জেলেনি, গুরু - গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি।
অপত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন:
খোকা - খুকি, ছাত্র - ছাত্রী, শিক্ষক - শিক্ষিকা, নেতা - নেত্রী, পাগল - পাগলি, তেজস্ব - তেজস্বিনী, বালক - বালিকা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

0
Updated: 1 month ago
'জুডো' কোন ভাষার শব্দ?
Created: 2 weeks ago
A
জাপানি
B
স্প্যানিশ
C
চীনা
D
কোরিয়ান
বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দের মতোই জাপানি ভাষা থেকেও কিছু শব্দ এসেছে। এর মধ্যে একটি হলো জুডো, যা বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়।
-
জুডো (বিশেষ্য পদ): শব্দটি জাপানি ভাষা থেকে আগত। এর অর্থ হলো খালি হাতে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য প্রতিপক্ষের শক্তি ও ওজন ব্যবহার করে আত্মরক্ষার জাপানি কসরত।
-
জাপানি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ:
রিকশা, ক্যারাটে
উৎস:

0
Updated: 2 weeks ago