ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
A
বেলজিয়াম
B
ফ্রান্স
C
জার্মানী
D
ফিনল্যান্ড
উত্তরের বিবরণ
ইউরোপের ককপিট
‘ককপিট’ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল ১৫০০ সালের আশপাশে। তখন মোরগের লড়াই হতো এমন একটা জায়গাকে ককপিট বলা হতো।
মোরগ যেন পালিয়ে না যেতে পারে সেজন্য মাটিতে গর্ত খুঁড়ে সেই লড়াইয়ের আয়োজন করা হতো। এই গর্তের মধ্যেই ‘cockpit’ শব্দের উৎস—‘cock’ মানে মোরগ আর ‘pit’ মানে গর্ত।
১৭০০ সালের দিকে ছোট ছোট কিন্তু ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রকেও সৈন্যরা ‘ককপিট’ নামে ডাকতো।
বেলজিয়াম এমন একটি দেশ যেখানে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, বিশেষ করে বিখ্যাত ‘ওয়াটুর লু যুদ্ধ’। এর কারণেই বেলজিয়ামকে ‘ইউরোপের ককপিট’ বা ‘ইউরোপের যুদ্ধক্ষেত্র’ বলা হয়।
এছাড়া, ইউরোপের কিছু দেশকে নানা নামে পরিচিতি দেওয়া হয়, যেমন:
-
তুর্কি: ইউরোপের রুগ্ন মানুষ।
-
ইতালি: ইউরোপের বুট।
-
সুইজারল্যান্ড: ইউরোপের ক্রীড়াঙ্গন।
(তথ্যসূত্র: Britannica)

0
Updated: 1 month ago
ব্রাসেলস চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 3 weeks ago
A
লুক্সেমবার্গ
B
বেলজিয়াম
C
নেদারল্যান্ডস
D
ফ্রান্স
• ব্রাসেলস চুক্তি (১৯৪৮)
-
ব্রাসেলস চুক্তি ছিল পশ্চিম ইউরোপীয় দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ—দ্বারা স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি।
-
চুক্তির মাধ্যমে তারা একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট গঠন করে, যা পরবর্তীতে পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো (NATO) এর ভিত্তি তৈরি করে।
-
স্বাক্ষরিত: ১৭ মার্চ, ১৯৪৮, ব্রাসেলস, বেলজিয়াম।
-
কার্যকর হয়: ২৫ আগস্ট, ১৯৪৮।
-
চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় বাড়ানো হয়।
উৎস: Britannica ✅

0
Updated: 3 weeks ago