A
বেলজিয়াম
B
ফ্রান্স
C
জার্মানী
D
ফিনল্যান্ড
উত্তরের বিবরণ
ইউরোপের ককপিট
‘ককপিট’ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল ১৫০০ সালের আশপাশে। তখন মোরগের লড়াই হতো এমন একটা জায়গাকে ককপিট বলা হতো।
মোরগ যেন পালিয়ে না যেতে পারে সেজন্য মাটিতে গর্ত খুঁড়ে সেই লড়াইয়ের আয়োজন করা হতো। এই গর্তের মধ্যেই ‘cockpit’ শব্দের উৎস—‘cock’ মানে মোরগ আর ‘pit’ মানে গর্ত।
১৭০০ সালের দিকে ছোট ছোট কিন্তু ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রকেও সৈন্যরা ‘ককপিট’ নামে ডাকতো।
বেলজিয়াম এমন একটি দেশ যেখানে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, বিশেষ করে বিখ্যাত ‘ওয়াটুর লু যুদ্ধ’। এর কারণেই বেলজিয়ামকে ‘ইউরোপের ককপিট’ বা ‘ইউরোপের যুদ্ধক্ষেত্র’ বলা হয়।
এছাড়া, ইউরোপের কিছু দেশকে নানা নামে পরিচিতি দেওয়া হয়, যেমন:
-
তুর্কি: ইউরোপের রুগ্ন মানুষ।
-
ইতালি: ইউরোপের বুট।
-
সুইজারল্যান্ড: ইউরোপের ক্রীড়াঙ্গন।
(তথ্যসূত্র: Britannica)

0
Updated: 6 days ago