কোন যন্ত্র তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়?
A
অ্যামিটার
B
ট্রানজিস্টর
C
ট্রান্সফরমার
D
অ্যামপ্লিফায়ার
উত্তরের বিবরণ
ট্রান্সফরমার (Transformer) হলো একটি গুরুত্বপূর্ণ তড়িৎ যন্ত্র, যা পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহে (A.C) কাজ করে এবং উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করতে সক্ষম। এটি তাড়িতচৌম্বক আবেশের (Electromagnetic Induction) নীতির উপর ভিত্তি করে কাজ করে।
-
ট্রান্সফরমারে সাধারণত দুটি কুণ্ডলী থাকে—একটি প্রাথমিক কুণ্ডলী (Primary coil) এবং অন্যটি দ্বিতীয় কুণ্ডলী (Secondary coil)।
-
কুণ্ডলী দুটি একটি লোহার কোরের উপর জড়ানো থাকে, যাতে চৌম্বক বলরেখাগুলো এক কুণ্ডলী থেকে অন্য কুণ্ডলীতে কার্যকরভাবে প্রেরিত হতে পারে।
-
প্রাথমিক কুণ্ডলীতে পরিবর্তী প্রবাহ (A.C) পাঠানো হলে চৌম্বক আবেশের মাধ্যমে দ্বিতীয় কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল (Induced EMF) সৃষ্টি হয়।
-
এর মাধ্যমে ট্রান্সফরমার বিদ্যুতের বিভব পরিবর্তন করতে সক্ষম হলেও মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
ট্রান্সফরমারের প্রকারভেদ:
১। স্টেপ-আপ ট্রান্সফরমার:
-
এটি নিম্ন বিভবের পরিবর্তী প্রবাহকে উচ্চ বিভবে রূপান্তর করে।
-
এতে দ্বিতীয় কুণ্ডলীর পাকসংখ্যা প্রাথমিক কুণ্ডলীর চেয়ে বেশি থাকে।
-
এটি বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে দীর্ঘ দূরত্বে শক্তি ক্ষয় কমাতে ব্যবহৃত হয়।
২। স্টেপ-ডাউন ট্রান্সফরমার:
-
এটি উচ্চ বিভবের পরিবর্তী প্রবাহকে নিম্ন বিভবে রূপান্তর করে।
-
এতে প্রাথমিক কুণ্ডলীর পাকসংখ্যা দ্বিতীয় কুণ্ডলীর চেয়ে বেশি।
-
এটি গৃহস্থালি ও শিল্পকারখানায় নিরাপদভাবে নিম্ন ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হয়।
ট্রান্সফরমার বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার অপরিহার্য অংশ, যা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ব্যবহারকারী পর্যন্ত শক্তি পরিবহণে কার্যকর ভূমিকা পালন করে।

0
Updated: 1 day ago
তাড়িতচৌম্বক আবেশের আবিষ্কারক হিসাবে পরিচিত কে?
Created: 1 month ago
A
আইনস্টাইন
B
মাইকেল ফ্যারাডে
C
ম্যাক্সওয়েল
D
ম্যাক্স ওয়েবার
তাড়িতচৌম্বক আবেশ (Electromagnetic Induction)
সংজ্ঞা: যদি কোনো বদ্ধ কুন্ডলী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকে, তাহলে ঐ কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি (Electromotive Force, EMF) উৎপন্ন হয়। এই ঘটনাকে তাড়িতচৌম্বক আবেশ বলে।
ঐতিহাসিক তথ্য:
১৮২০ সালে ওয়েরস্টেড চৌম্বকীয় ক্রিয়ার আবিষ্কার করেন। এর পর বিজ্ঞানীরা ভাবেন, যদি তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, তবে চৌম্বক ক্ষেত্র কি তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবে?
তিন দেশীয় বিজ্ঞানী এই বিষয়ে আলাদা আলাদাভাবে গবেষণা করেন:
ইংল্যান্ড: মাইকেল ফ্যারাডে
আমেরিকা: জোসেফ হেনরী
রাশিয়া: এইচ. এফ. ই. লেন্জ
ফলাফল প্রকাশ: ১৮৩১ সালে মাইকেল ফ্যারাডে প্রথম তাঁর গবেষণার ফল প্রকাশ করেন। সেজন্য তাকে তাড়িতচৌম্বক আবেশের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয়।
ফ্যারাডের পরীক্ষা:
পরীক্ষায় দেখা যায়, কোনো বদ্ধ কুন্ডলী চৌম্বক ক্ষেত্রের সাথে আপেক্ষিকভাবে আন্দোলিত হলে, কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে কোনটি?
Created: 1 month ago
A
ট্রান্সফরমার
B
অ্যামপ্লিফায়ার
C
অ্যামপ্লিফায়ার
D
ডায়োড
তাড়িতচৌম্বক আবেশ (Electromagnetic Induction)
সংজ্ঞা: একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করলে কুণ্ডলীর ভেতরে ভোল্টেজ ও বিদ্যুৎ সৃষ্টি হওয়াকে তাড়িতচৌম্বক আবেশ বলে।
ট্রান্সফরমার (Transformer)
সংজ্ঞা: যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, তাকে ট্রান্সফরমার বলা হয়।
প্রকার:
১. স্টেপ আপ ট্রান্সফরমার – বিভব বাড়ায়।
২. স্টেপ ডাউন ট্রান্সফরমার – বিভব কমায়।
মূল বৈশিষ্ট্য:
এটি তড়িৎ যন্ত্র।
পরিবর্তনশীল প্রবাহে কাজ করে।
তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে।
মূলত এতে দুটি কুণ্ডলী থাকে – মূল কুণ্ডলী ও গৌণ কুণ্ডলী।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
ফোটন কণা কোন ধরনের বল বহন করে?
Created: 1 month ago
A
তড়িৎ বল
B
চৌম্বক বল
C
তড়িৎচৌম্বক বল
D
মাধ্যাকর্ষণ বল
ফোটন (Photon)
-
সংজ্ঞা ও প্রকৃতি:
-
ফোটন হলো তাড়িতচৌম্বক তরঙ্গের কণা (Quantum of Electromagnetic Radiation)।
-
ফোটনের নিশ্চল ভর শূন্য (0)।
-
প্রতিটি ফোটন কণার শক্তি তার কম্পাংকের উপর নির্ভরশীল।
-
প্রতিটি ফোটন তড়িৎ নিরপেক্ষ।
-
-
কোয়ান্টাম তত্ত্বের প্রাসঙ্গিকতা:
-
তাড়িতচৌম্বক বিকিরণ শুধু তরঙ্গ নয়, বরং কণার স্রোত হিসেবে আচরণ করে।
-
নিউটনীয় বলবিদ্যায় ফোটনের ভর ব্যাখ্যা করা যায় না।
-
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago