বায়ু টারবাইন (Wind Turbine):
বায়ু টারবাইন হলো এমন একটি যন্ত্র, যা বাতাসের গতিশক্তিকে (Kinetic Energy) ঘূর্ণনশক্তিতে রূপান্তর করে। পরে এই ঘূর্ণনশক্তি জেনারেটরের মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়।
বায়ু শক্তি:
-
পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহ সৃষ্টি হয়।
-
এই প্রবাহজনিত গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
-
যে যন্ত্র বায়ুর গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তাকে বায়ুকল বা টারবাইন বলা হয়।
-
প্রাচীনকালে মানুষ বায়ু শক্তিকে ব্যবহার করে কুয়া থেকে পানি তোলা, নৌকা ও জাহাজ চালানো ইত্যাদি কাজ করত।
-
আজও নৌকায় পাল তুলে বায়ু শক্তি ব্যবহার করা হয়।
-
আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্তমানে বায়ুকল বা বায়ু টারবাইন ব্যবহার করে ব্যাপক হারে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।