হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
A
হিমালয়
B
কুয়েনলুন পর্বত
C
ব্ল্যাক ফরেস্ট
D
আল্পস
উত্তরের বিবরণ
বিশ্বের কয়েকটি প্রধান নদীর উৎস স্থল
-
হোয়াংহো নদীর উৎপত্তি কুয়েনলুন পর্বতমালা, চীনে,
-
মিসিসিপি নদীর শুরু মিনেসোটা রাজ্যের একটি হ্রদ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রে,
-
দানিয়ুব নদী ব্ল্যাক ফরেস্ট থেকে শুরু হয়, যা ইউরোপে অবস্থিত,
-
মারে-ডার্লিং নদীর উৎস কোমিয়াস্কে, অস্ট্রেলিয়ায়,
-
তিস্তা নদীর শুরু সিকিমের পর্বত অঞ্চল থেকে,
-
আমাজান নদী আন্দিজ পর্বতমালা থেকে শুরু হয়, যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
উৎস:
i) ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica

0
Updated: 1 month ago
গারো পাহাড় থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি?
Created: 4 weeks ago
A
সোমেশ্বরী
B
আত্রাই
C
নিতাই
D
বাঙালি
আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
সাধারণ জ্ঞান
নদ নদীর উৎপত্তিস্থল
নদী সম্পর্কিত তথ্য
বাংলাদেশের পাহাড়
গারো পাহাড়
-
বাংলাদেশের বৃহত্তম ও সর্বোচ্চ পাহাড়।
-
অবস্থান: উত্তর-পূর্ব বাংলাদেশ, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত।
-
পাদদেশে অবস্থিত জেলা: ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ।
-
মোট আয়তন: প্রায় ৮,১৬৭ বর্গকিমি।
-
সর্বোচ্চ শৃঙ্গ: নকরেক (ভারত অংশে)।
-
উচ্চতা: ৪,৬৫২ ফুট ≈ ১,৪০০ মিটার।
-
প্রধান শহর: তুরা।
-
প্রধান নদী: সোমেশ্বরী/সিমসাং নদী।
সোমেশ্বরী/সিমসাং নদী
-
উৎপত্তি: ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে।
-
প্রধান ঝর্ণাধারা: বিঞ্চুরীছড়া, বাঙাছড়া; পশ্চিম দিক থেকে রমফা নদী এর স্রোতধারা যুক্ত।
-
বাংলাদেশের প্রবেশ: নেত্রকোণার দুর্গাপুরে।
-
মোড়ল নদীতে মিলন: সুনামগঞ্জের জামালগঞ্জে বাউলাই নদী।
-
প্রাচীন নাম: সিমসাং।
অন্যান্য নদী
-
নিতাই নদী: ভারতের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড় থেকে উৎপন্ন, বাংলাদেশের ময়মনসিংহ ও নেত্রকোণা দিয়ে প্রবাহিত।
-
বাঙালি নদী: উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী, পরে গাইবান্ধা ও বগুড়া দিয়ে প্রবাহিত হয়ে বাঙালি নাম ধারণ।

0
Updated: 4 weeks ago
মিসিসিপি নদীর উৎপত্তিস্থল কোথায়?
Created: 4 weeks ago
A
ভিক্টোরিয়া হ্রদ
B
ইটাস্কা হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
ব্ল্যাক ফরেস্ট পর্বত
মিসিসিপি নদী
-
উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী।
-
দৈর্ঘ্য: ৬,২৭০ কিমি।
-
উৎস: ইটাস্কা হ্রদ, মিনেসোটা রাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।
-
প্রশস্ত অংশ: বেনা।
বিশ্বের কয়েকটি প্রধান নদীর উৎপত্তিস্থল
-
হোয়াংহো নদী: কুনকুন পর্বত, চীন।
-
দানিয়ুব নদী: ব্ল্যাক ফরেস্ট, ইউরোপ।
-
মারে ডার্লিং নদী: কোমিয়াস্কে, অস্ট্রেলিয়া।
-
তিস্তা নদী: সিকিমের পর্বত অঞ্চল।
-
নীলনদ: ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা।
-
আমাজন নদী: আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকা।

0
Updated: 4 weeks ago