​ক্ষমতার সূত্র কোনটি সঠিক? 


A

P = বল + বেগ 


B

P = কাজ / সময়


C

P = কাজ × সময় 


D

P = সময় / কাজ


উত্তরের বিবরণ

img

ক্ষমতা হলো এমন একটি ভৌত রাশি, যা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। অর্থাৎ, নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে তা দ্বারা ক্ষমতা নির্ধারিত হয়। কোনো যন্ত্র বা ব্যক্তির কাজ করার দক্ষতার পরিমাপক হিসেবেও ক্ষমতাকে বিবেচনা করা হয়।

  • ক্ষমতা P দ্বারা প্রকাশ করা হয়।

  • ক্ষমতার সূত্র:
    P = সম্পন্ন কাজ / সময়
    অথবা, P = (বল × সরণ) / সময়
    যেহেতু বেগ = সরণ / সময়, তাই
    P = বল × বেগ = Fv

  • অর্থাৎ, কোনো যন্ত্রে যদি F পরিমাণ বল প্রয়োগের ফলে যন্ত্রটি v বেগে চলতে থাকে, তবে বল ও বেগের গুণফলই হবে সেই যন্ত্রের ক্ষমতা।

  • ক্ষমতার এস.আই একক হলো ওয়াট (W)

  • ১ ওয়াট ক্ষমতা মানে হলো, ১ সেকেন্ডে ১ জুল কাজ সম্পন্ন হওয়া।
    অর্থাৎ, ১ W = ১ J/s

  • ক্ষমতার আরেকটি প্রচলিত একক হলো হর্স পাওয়ার (H.P) বা অশ্বক্ষমতা, যা বড় যন্ত্র বা ইঞ্জিনের ক্ষমতা প্রকাশে ব্যবহৃত হয়।
    ১ H.P = ৭৪৬ W

  • ক্ষমতার মাত্রা হলো [M L² T⁻³]

  • কোনো যন্ত্রের ক্ষমতা যত বেশি, নির্দিষ্ট সময়ে সেটি তত বেশি কাজ সম্পন্ন করতে পারে।

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

এক অশ্বক্ষমতা (HP) = কত ওয়াট? 

Created: 1 month ago

A

৭৬৪ ওয়াট


B

৭৪৬ ওয়াট


C

৭৩৬ ওয়াট

D

৭৭৬ ওয়াট


Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD