ফেয়ার ফ্যাক্স কি?
A
সংবাদ সংস্থা
B
পরিবেশ সংস্থা
C
গোয়েন্দা সংস্থা
D
মানবাধিকার সংস্থা
উত্তরের বিবরণ
ফেয়ার ফ্যাক্স (Fairfax)
-
ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
⇒ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থা:
• সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA),
• ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA),
• ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
উৎস: i) ব্রিটানিকা
ii) ওয়ার্ল্ডঅ্যাটলাস।

0
Updated: 1 month ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 2 weeks ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
IUCN কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 6 days ago
A
১৯১২ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৭২ সালে
D
১৯৯২ সালে
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠানের স্থান: ফন্টেনব্লিউ, ফ্রান্স
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ
-
সদস্য দেশ: ১৬০-এরও বেশি দেশ
-
উল্লেখযোগ্য ঘটনা: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে ১৪তম অধিবেশন অনুষ্ঠিত
সূত্র: IUCN ওয়েবসাইট

0
Updated: 6 days ago
'Global Gender Gap Report' প্রকাশ করে কোন সংস্থা? [ এপ্রিল, ২০২৫]
Created: 3 months ago
A
Red Cross
B
Amnesty International
C
Human Rights Watch
D
World Economic Forum
World Economic Forum (WEF)
World Economic Forum বা WEF একটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের কলগনি শহরে অবস্থিত।
এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক সংস্থা হিসেবে পরিচিত, বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সভার জন্য।
WEF নিয়মিত ‘Global Gender Gap Report’ প্রকাশ করে, যা বিভিন্ন দেশের লিঙ্গ সমতার অবস্থান মূল্যায়ন করে। বাংলাদেশ এর সর্বশেষ প্রতিবেদনে ৯৯তম অবস্থানে রয়েছে (এপ্রিল ২০২৫ অনুযায়ী)।
সর্বশেষ WEF এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।
উৎস: WEF এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago