What is the name of Miss Havisham's manor?
A
Lockmont
B
Larchmont
C
Satis House
D
Satyr House
উত্তরের বিবরণ
চার্লস ডিকেন্সের উপন্যাস “Great Expectations”-এ মিস হ্যাভিশামের প্রাসাদের নাম হলো Satis House। এই নামটির উৎপত্তি ল্যাটিন শব্দ “Satis” থেকে, যার অর্থ “enough” অর্থাৎ “পর্যাপ্ত” বা “যথেষ্ট”।
-
নামটি একটি irony বা ব্যঙ্গাত্মক ইঙ্গিত বহন করে, কারণ প্রাসাদের নাম “পর্যাপ্ত” হলেও, বাস্তবে মিস হ্যাভিশামের জীবনে কোনো কিছুই যথেষ্ট ছিল না — না ভালোবাসা, না সুখ।
-
তিনি অর্থসম্পদে ধনী হলেও, মানসিকভাবে ছিলেন নিঃস্ব ও একাকী; তাই “Satis House” নামটি প্রতীকীভাবে তার অসন্তুষ্টি ও মানসিক শূন্যতা প্রকাশ করে।
-
ডিকেন্স এই নামের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে wealth (ধন-সম্পদ) কখনোই true happiness (সত্যিকারের সুখ) দিতে পারে না।
অতএব, “Satis House” শুধু একটি জায়গার নাম নয়, বরং এটি উপন্যাসে অভিমান, একাকীত্ব ও অপূর্ণতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 day ago
What is Pip’s greatest weakness?
Created: 1 month ago
A
Laziness
B
Pride and ambition
C
Violence
D
Dishonesty
বাংলা ব্যাখ্যা: Pip ধনী ও ভদ্রলোক হওয়ার স্বপ্নে নিজের শিকড়কে লজ্জা পেয়েছিল। তার অহংকার ও উচ্চাশা তাকে কষ্টে ফেলে। Dickens বোঝান, অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা।

0
Updated: 1 month ago
Who is the writer of the novel "Oliver Twist"?
Created: 1 week ago
A
George Orwell
B
Henry Fielding
C
Charles Dickens
D
Oscar Wilde
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস। এটি ১৮৩৭ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনী অনুসরণ করে এবং লেখক তৎকালীন লন্ডন শহরের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। Dickens দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়।
-
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates, etc.
-
-
Charles Dickens (১৮১২–১৮৭০)
-
ইংরেজ উপন্যাসিক
-
ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত
-
তাঁর কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজাদের কাছে আকর্ষণীয় ছিল
-
প্রযুক্তিগত উন্নতি ও সাহিত্যিক দক্ষতার কারণে তাঁর খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল
-
-
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
-

0
Updated: 1 week ago
What is the role of Biddy in the novel?
Created: 1 month ago
A
She betrays Pip
B
She is loyal, wise, and later marries Joe
C
She is Estella’s rival
D
She works for Miss Havisham
বাংলা ব্যাখ্যা: Biddy হলো সরল, দয়ালু এবং বিশ্বস্ত এক মেয়ে। সে Pip-এর শৈশব বন্ধু। শেষ পর্যন্ত সে Joe-কে বিয়ে করে। Dickens তার চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন, প্রকৃত ভালোবাসা অহংকারহীন হয় এবং সবসময় বিশ্বস্ত থাকে।

0
Updated: 1 month ago