Shelley can be categorized mainly as a poet of-
A
Love
B
War
C
Politics
D
Revolution
উত্তরের বিবরণ
Percy Bysshe Shelley ছিলেন Romantic Age-এর এক বিশিষ্ট কবি, যিনি তাঁর রচনায় সমাজ, রাজনীতি ও মানবমুক্তির আদর্শকে তুলে ধরেছেন।
-
তিনি কেবল প্রেম বা ব্যক্তিগত আবেগ নয়, বরং মানবতার মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও বিপ্লবী চেতনা (revolutionary spirit)-এর কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
-
তাঁর কবিতাগুলো, যেমন “The Masque of Anarchy,” “Ode to the West Wind,” এবং “Prometheus Unbound,”—সবগুলোতেই দেখা যায় পরিবর্তনের আহ্বান, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায় ও স্বাধীনতার প্রতি গভীর বিশ্বাস।
-
Shelley বিশ্বাস করতেন যে কবিতা মানুষের চিন্তা ও সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার (instrument of social change) হতে পারে।
অতএব, Shelley-কে মূলত বিপ্লব ও সামাজিক পরিবর্তনের কবি (poet of revolution) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

0
Updated: 1 day ago
What emotion fills the maiden’s secret song?
Created: 1 month ago
A
Fear
B
Anger
C
Love
D
Hatred
Shelley বলেন, সেই কুমারী গোপনে প্রেমময় গান গাইছে। “Soothing her love-laden soul in secret hour” লাইনে বোঝানো হয়েছে, সেই গান প্রেমে ভরা। Skylark-এর গানও তেমনি প্রেমময় এবং আবেগপূর্ণ। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির গানও মানুষের প্রেমের অনুভূতির মতো গভীর এবং হৃদয়স্পর্শী।

0
Updated: 1 month ago
What ancient city’s ruins are seen beneath the Mediterranean in the poem?
Created: 1 month ago
A
Athens
B
Rome
C
Baiae
D
Troy
Shelley ভূমধ্যসাগরের বর্ণনায় বলেন, “Beside a pumice isle in Baiae’s bay”। Baiae ছিল প্রাচীন রোমের একটি সমৃদ্ধ নগরী, যা পরে জলে তলিয়ে যায়। Shelley এটিকে স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 1 month ago
What does “Winter” symbolize in the poem?
Created: 1 month ago
A
Happiness
B
Death and Despair
C
Beauty
D
Joy
Winter বা শীত এখানে মৃত্যু, ক্ষয় ও হতাশার প্রতীক। কিন্তু শীতের পরই বসন্ত আসে, যা পুনর্জন্মের প্রতীক। তাই শীত নেতিবাচক হলেও তার ভেতরেই ইতিবাচক সম্ভাবনা লুকিয়ে আছে।

1
Updated: 1 month ago