A
৯৯
B
১০০
C
১০১
D
১০২
উত্তরের বিবরণ
মার্কিন যুক্তরাষ্ট্র
-
মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন ১৪৯২ সালে ইতালির নাবিক কলম্বাস।
-
এই দেশ ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস ৪ জুলাই পালন করা হয়।
-
প্রথমে এখানে ছিল ১৩টি অঙ্গরাজ্য।
-
এখন মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে।
-
সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই।
-
প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট থাকে।
-
একটি প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।
-
মার্কিন কংগ্রেস দুই ভাগে বিভক্ত: নিম্নকক্ষ হলো 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভস' এবং উচ্চকক্ষ হলো 'সিনেট'।
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন।
-
মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় ফ্রান্স।
কংগ্রেস
-
সিনেট হল উচ্চকক্ষ, যেখানে প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে প্রতিনিধি থাকে।
-
সুতরাং, মোট সিনেট সদস্যের সংখ্যা ১০০।
-
সিনেটের এই পদ্ধতিকে অনেকেই অগণতান্ত্রিক মনে করেন, কারণ জনসংখ্যার বড় পার্থক্য থাকা সত্ত্বেও সবাই সমান প্রতিনিধিত্ব পায়।
-
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হলো নিম্নকক্ষ, এখানে মোট ৪৩৫টি আসন আছে।
-
হাউস সদস্যদের মেয়াদ হয় ২ বছর।

0
Updated: 6 days ago
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো] মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
Created: 5 days ago
A
জর্জ বুশ
B
হিলারী ক্লিনটন
C
রবার্ট গেইট ( ব্যাখ্যা পড়ুন )
D
কন্দালিসা রাইস
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও (Marco Rubio)। তিনি ২০২৫ সালের ২১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ।
মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর হিসেবে ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি সিনেটের ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান এবং ছোট ব্যবসা কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন

0
Updated: 5 days ago