যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
A
৯৯
B
১০০
C
১০১
D
১০২
উত্তরের বিবরণ
মার্কিন যুক্তরাষ্ট্র
-
মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন ১৪৯২ সালে ইতালির নাবিক কলম্বাস।
-
এই দেশ ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস ৪ জুলাই পালন করা হয়।
-
প্রথমে এখানে ছিল ১৩টি অঙ্গরাজ্য।
-
এখন মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে।
-
সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই।
-
প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট থাকে।
-
একটি প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।
-
মার্কিন কংগ্রেস দুই ভাগে বিভক্ত: নিম্নকক্ষ হলো 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভস' এবং উচ্চকক্ষ হলো 'সিনেট'।
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন।
-
মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় ফ্রান্স।
কংগ্রেস
-
সিনেট হল উচ্চকক্ষ, যেখানে প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে প্রতিনিধি থাকে।
-
সুতরাং, মোট সিনেট সদস্যের সংখ্যা ১০০।
-
সিনেটের এই পদ্ধতিকে অনেকেই অগণতান্ত্রিক মনে করেন, কারণ জনসংখ্যার বড় পার্থক্য থাকা সত্ত্বেও সবাই সমান প্রতিনিধিত্ব পায়।
-
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হলো নিম্নকক্ষ, এখানে মোট ৪৩৫টি আসন আছে।
-
হাউস সদস্যদের মেয়াদ হয় ২ বছর।

0
Updated: 1 month ago
Central Intelligence Agency (CIA) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 3 weeks ago
A
ফ্রান্স
B
রাশিয়া
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
• Central Intelligence Agency (CIA)
-
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিদেশী গোয়েন্দা ও প্রতিগোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৪৭ সালে আনুষ্ঠানিকভাবে।
-
সিআইএ-এর উৎপত্তি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কৌশলগত পরিষেবা অফিস (OSS) থেকে, যা ছিল যুক্তরাষ্ট্রের প্রথম আধুনিক গোয়েন্দা সংস্থা।
-
এর মূল কাজ ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করা।
উৎস: Britannica ✅

0
Updated: 3 weeks ago
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 2 weeks ago
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যের পতন
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC

0
Updated: 2 weeks ago
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ কোনটি?
Created: 3 weeks ago
A
সিনেট
B
অ্যাসেম্বলি
C
হাউস অব লর্ডস
D
হাউস অব কাউন্সিলর
কংগ্রেস (Congress) – মার্কিন যুক্তরাষ্ট্র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা।
-
দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান।
-
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
কংগ্রেসের দুটি কক্ষ:
-
নিম্নকক্ষ – প্রতিনিধি সভা (The House of Representatives)
-
আসন সংখ্যা: ৪৩৫
-
মেয়াদ: ২ বছর
-
-
উচ্চকক্ষ – সিনেট (The Senate)
-
আসন সংখ্যা: ১০০
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago