Who is the starkest contrast to John Keats?
A
Wordsworth
B
Coleridge
C
Shelley
D
Byron
উত্তরের বিবরণ
লর্ড বায়রন (Lord Byron) ছিলেন এমন এক কবি যিনি তার flamboyant public personality এবং satirical writing style–এর জন্য বিখ্যাত ছিলেন। অন্যদিকে, জন কিটস (John Keats) তার কবিতায় গভীর emotion, imagination এবং sensuous beauty–র প্রকাশ ঘটিয়েছিলেন।
এ কারণেই বায়রনকে কিটসের সাথে তুলনা করলে সবচেয়ে তীব্র contrast বা বিপরীতধর্মী চরিত্র হিসেবে দেখা যায়।
-
কিটসের কবিতায় পাওয়া যায় প্রকৃতি, সৌন্দর্য ও অন্তর্দর্শনের (introspection) এক মায়াময় জগৎ, যেখানে কল্পনা (imagination) মুখ্য ভূমিকা নেয়।
-
অন্যদিকে বায়রনের কবিতায় ফুটে ওঠে বিদ্রোহী মনোভাব, সমাজবিরোধী চিন্তা এবং ব্যক্তিত্বের নাটকীয় প্রকাশ (dramatic expression)।
-
ফলে কিটস ছিলেন আত্মমগ্ন ও রোমান্টিক (romantic and introspective), আর বায়রন ছিলেন বহির্মুখী, বিদ্রোহী ও সমাজসচেতন কবি (outspoken and rebellious poet)।
এই কারণেই Byron–ই হলেন John Keats-এর starkest contrast।

0
Updated: 1 day ago
What is the central theme of “To Autumn”?
Created: 1 month ago
A
The power of imagination
B
The inevitability of death
C
The celebration of maturity and abundance
D
The cruelty of nature
এই কবিতায় শরতের প্রাচুর্য, ফলন, পূর্ণতা ও শান্ত সৌন্দর্যের উদযাপন করা হয়েছে। যদিও মৃত্যু ও ক্ষয়ের ইঙ্গিত আছে, তবুও মূল সুর হলো জীবনের পূর্ণতা ও সমৃদ্ধির আনন্দ।

0
Updated: 1 month ago
What is the speaker's final feeling at the very end of the poem "Ode To The Nightingale"?
Created: 1 week ago
A
Certainty that he has found eternal truth
B
Anger that the nightingale has abandoned him
C
Peaceful acceptance of his own death
D
Confused uncertainty, questioning if the experience was real or a dream
"Ode To The Nightingale" এই কবিতার শেষটি কোনো স্পষ্ট সমাধান বা সরল অনুভূতিতে শেষ হয় না। বরং, শেষ স্তবকটি দেখায় কিভাবে কবির কল্পনাপ্রসূত, আনন্দদায়ক যাত্রা হঠাৎ তার বাস্তবতার কঠোরতার মধ্যে ফিরে আসে।
-
কবিতার শেষ দুই লাইনে মূল প্রমাণ রয়েছে: "Was it a vision, or a waking dream? Fled is that music:—Do I wake or sleep?"
-
নাইটিংগেল যখন উড়ে যায় এবং তার মনোমুগ্ধকর গান ম্লান হয়, তখন সেই মোহনীয় জাদু ভেঙে পড়ে। কবি একা হয়ে যায় এবং ঠিক জানতে পারে না যে সে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা আসলেই বাস্তব কি কেবল একটি কল্পিত স্বপ্ন।
-
সে স্পষ্টভাবে প্রশ্ন করে, এটি কি সত্যিকারের, উচ্চতর "vision", নাকি শুধুই "waking dream"। এই গভীর অভিজ্ঞতা বাস্তবতার সীমানা এতটাই অস্পষ্ট করে দিয়েছে যে, সে নিজের চেতনাস্থিতিও সন্দেহ করতে বাধ্য হয়, জিজ্ঞেস করে, "Do I wake or sleep?"
-
এই শেষ অংশ পাঠক এবং কবি উভয়কেই অস্পষ্টতা এবং অনিশ্চয়তার অবস্থায় ফেলে, কোনো নিশ্চিততা, রাগ বা শান্তিপূর্ণ গ্রহণের অনুভূতি না দিয়ে।

0
Updated: 1 week ago
Who wrote The Vision of Judgement?
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
John Keats
C
P.B. Shelley
D
Lord Byron
The Vision of Judgement হলো Lord Byron রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি Poet Laureate Robert Southey রচিত A Vision of Judgement কবিতার জবাবে লেখা হয়। কবিতায় Byron irony, hyperbole ও sarcasm ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র এবং সমাজব্যবস্থার দিকে ব্যঙ্গাত্মক দৃষ্টি প্রদান করেছেন।
Lord Byron-এর পুরো নাম George Gordon Byron, তিনি একজন প্রখ্যাত British Romantic Poet এবং Satirist।
Lord Byron-এর উল্লেখযোগ্য কবিতা:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
-
She Walks in Beauty
-
The Vision of Judgement

0
Updated: 2 weeks ago