Who is the silent listener in My Last Duchess?
A
The Duke's servant
B
The Duchess herself
C
The envoy of a Count
D
The Duke's painter
উত্তরের বিবরণ
Robert Browning-এর নাটকীয় স্বগতোক্তি “My Last Duchess”-এ বক্তা হচ্ছেন ফেরারার ডিউক (Duke of Ferrara)। তিনি নিজের প্রয়াত স্ত্রীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে কথা বলছেন এক envoy বা প্রতিনিধি’র সঙ্গে, যিনি অন্য এক Count-এর পক্ষ থেকে তার নতুন বিয়ের প্রস্তাবের ব্যাপারে এসেছেন।
-
এই envoy মূলত silent listener, অর্থাৎ তিনি কিছু বলেন না, শুধু শোনেন। কিন্তু তার উপস্থিতিই কবিতাটির ঘটনাপ্রবাহকে বাস্তব ও নাটকীয় করে তোলে।
-
ডিউক নিজের কথার মাধ্যমে তার অহংকার, অধিকারবোধ ও নিয়ন্ত্রণের প্রবণতা প্রকাশ করেন, যা পাঠকের কাছে তার চরিত্রের গভীরতা উদঘাটন করে।
-
envoy বা প্রতিনিধি তাই কবিতায় গোপন সাক্ষীর ভূমিকা পালন করে, যার মাধ্যমে পাঠক ডিউকের ব্যক্তিত্ব ও তার নৈতিক পতন বুঝতে পারে।
সুতরাং, “silent listener” হচ্ছেন the envoy of a Count, যিনি ডিউকের আত্মগর্বপূর্ণ কথোপকথনের নীরব শ্রোতা।

0
Updated: 1 day ago
Who is Guidi in the poem?
Created: 1 month ago
A
A monk
B
A young apprentice painter
C
Lippo’s rival
D
A patron
Lippo বলে, Guidi নামে এক তরুণ তার কাজ শিখছে। হয়তো ভবিষ্যতে সে বাস্তববাদকে এগিয়ে নিয়ে যাবে। Browning এভাবে শিল্পের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছেন।

0
Updated: 1 month ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 1 month ago
A
Art and religion conflict
B
Love
C
War
D
Friendship

0
Updated: 1 month ago
What does Andrea say about criticism of his art?
Created: 1 month ago
A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।

1
Updated: 1 month ago