অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনটি?
A
উ
B
ই
C
এ
D
অ্যা
উত্তরের বিবরণ
স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, তার ওপর ভিত্তি করে স্বরধ্বনিকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। ঠোঁটের এই উন্মুক্ততার পার্থক্যের মাধ্যমে ধ্বনির প্রকৃতি নির্ধারিত হয়।
১. সংবৃত স্বরধ্বনি: উচ্চারণের সময় ঠোঁট খুব সামান্য খোলে। এই শ্রেণিতে পড়ে [ই] ও [উ]।
২. অর্ধ-সংবৃত স্বরধ্বনি: ঠোঁট সংবৃত অবস্থার তুলনায় কিছুটা বেশি খোলে। এতে অন্তর্ভুক্ত [এ] ও [ও]।
৩. বিবৃত স্বরধ্বনি: উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি খোলে। এই শ্রেণিতে রয়েছে [আ]।
৪. অর্ধ-বিবৃত স্বরধ্বনি: ঠোঁট বিবৃত অবস্থার তুলনায় কিছুটা কম খোলে। এতে রয়েছে [অ্যা] ও [অ]।
সংবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট কম খোলে, আর বিবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট সবচেয়ে বেশি খোলে।

0
Updated: 2 days ago
সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
Created: 2 weeks ago
A
সমস্যমান পদ
B
সমস্তপদ
C
ব্যাসবাক্য
D
উত্তর পদ
সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)। এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ।

0
Updated: 2 weeks ago
অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
Created: 3 weeks ago
A
ই্
B
উ্
C
এ্
D
অ্
অর্ধস্বরধ্বনি নয় ‘অ্’। অর্থাৎ বাংলা ভাষার অর্ধস্বরধ্বনির তালিকায় ‘অ্’ অন্তর্ভুক্ত নয়। অর্ধস্বরধ্বনি সেই ধ্বনিগুলোকে বলা হয়, যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না।
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি মোট চারটি
-
ই্
-
উ্
-
এ্
-
ও্
স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো এগুলো উচ্চারণ করার সময় দীর্ঘ বা টেনে উচ্চারণ করা যায়। কিন্তু অর্ধস্বরধ্বনি দীর্ঘ করা যায় না।
উদাহরণস্বরূপ
-
'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [ই্] অর্ধস্বরধ্বনি।
-
'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [উ্] অর্ধস্বরধ্বনি।
উৎস:

0
Updated: 3 weeks ago
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ -
Created: 6 days ago
A
ক্রন্দসী
B
খেচর
C
সুরম্য
D
আরোহী
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ হলো আকাশচারী বা খেচর। এই শব্দ দ্বারা সেই সমস্ত প্রাণী বা বস্তুকে বোঝানো হয়, যারা আকাশে বিচরণ করে বা উড়তে সক্ষম।
অন্যদিকে—
-
আরোহণ করে যে — আরোহী
-
অতিশয় রমণীয় — সুরম্য
-
আকাশ ও পৃথিবী — ক্রন্দসী

0
Updated: 6 days ago