ফেয়ার ফ্যাক্স কি?
A
সংবাদ সংস্থা
B
পরিবেশ সংস্থা
C
গোয়েন্দা সংস্থা
D
মানবাধিকার সংস্থা
উত্তরের বিবরণ
ফেয়ার ফ্যাক্স (Fairfax)
-
ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
⇒ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থা:
• সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA),
• ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA),
• ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
উৎস: i) ব্রিটানিকা
ii) ওয়ার্ল্ডঅ্যাটলাস।
0
Updated: 3 months ago
পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Created: 1 week ago
A
২০১৪
B
২০১৬
C
২০১৭
D
কোনটি নয়
0
Updated: 1 week ago
কোনটি 'ওআইসি'-এর অঙ্গসংস্থা নয়?
Created: 5 months ago
A
আন্তর্জাতিক ইসলামী আদালত
B
সাধারণ সচিবালয়
C
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
D
ইসলামী উন্নয়ন ব্যাংক
OIC (The Organisation of Islamic Cooperation)
-
OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation, যা একটি ইসলামি সহযোগিতা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত।
-
এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন করা হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
-
OIC গঠনের মূল প্রেক্ষাপট ছিল ইসরাইলের দ্বারা আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ২৪টি।
-
বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টি।
-
OIC-এর সদরদপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব-এ।
-
বর্তমানে মহাসচিবের পদে কর্মরত আছেন ইব্রাহিম তাহা।
-
সংস্থার অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয় আরবি, ইংরেজি এবং ফরাসি।
-
প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে রাবাত, মরক্কোতে।
OIC-এর প্রধান অঙ্গসংস্থা সমূহ
-
ইসলামী শীর্ষ সম্মেলন
-
পররাষ্ট্র মন্ত্রী পরিষদ
-
স্থায়ী কমিটি
-
কার্যনির্বাহী কমিটি
-
ইন্টারন্যাশনাল ইসলামিক কোর্ট অফ জাস্টিস
-
স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন
-
স্থায়ী প্রতিনিধিদের কমিটি
-
সাধারণ সচিবালয়
-
সহায়ক অঙ্গ
-
বিশেষায়িত অঙ্গ
-
অধিভুক্ত প্রতিষ্ঠান
বিশেষ দ্রষ্টব্য: ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র (Islamic Centre for Development of Trade) OIC-এর অঙ্গ প্রতিষ্ঠান নয়।
উৎস: OIC-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
IUCN কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯১২ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৭২ সালে
D
১৯৯২ সালে
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠানের স্থান: ফন্টেনব্লিউ, ফ্রান্স
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ
-
সদস্য দেশ: ১৬০-এরও বেশি দেশ
-
উল্লেখযোগ্য ঘটনা: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে ১৪তম অধিবেশন অনুষ্ঠিত
সূত্র: IUCN ওয়েবসাইট
0
Updated: 1 month ago