Fill in the gap: Let the sentence be _____ through.
A
pen
B
penned
C
with pen
D
penning
উত্তরের বিবরণ
এই বাক্যটি passive imperative sentence হিসেবে রচনা করার নিয়ম নিয়ে ব্যাখ্যা নিম্নরূপ: বাক্যটি নির্দেশমূলক এবং passive voice এ আছে, যা বোঝায় যে কাজটি কাউকে করাতে বলা হচ্ছে। Passive imperative গঠন করতে আমরা ব্যবহার করি let + object + be + past participle। প্রদত্ত বাক্যে pen ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এর past participle হবে penned। সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে penned।
-
বাক্যটি passive imperative।
-
গঠন: let + object + be + past participle।
-
প্রদত্ত ক্রিয়া: pen।
-
Pen এর past participle: penned।
-
সঠিক উত্তর: penned।

0
Updated: 2 days ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 1 month ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 1 month ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 1 month ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
"The less I speak, the more I meditate." is a quote by -
Created: 1 month ago
A
William Shakespeare
B
Thomas Kyd
C
John Milton
D
J. M. Synge
“The less I speak, the more I meditate.”
-
Quote by: Thomas Kyd
-
Source: The Spanish Tragedy
The Spanish Tragedy
-
Written by Thomas Kyd, it is a prominent example of the Revenge Tragedy genre.
-
Revenge Tragedy: A type of play where a quest for vengeance leads to bloodshed and mutilation. Often inspired by Senecan tragedy.
-
Kyd’s play popularized revenge tragedy during the Elizabethan Period.
Summary of the Play:
-
Begins with the ghost of Don Andrea, a Spanish nobleman killed in a battle in Portugal.
-
Don Andrea narrates his death and encounters the Spirit of Revenge, describing his fight with Portuguese prince Balthazar.
-
The plot interweaves his love story with Bel-Imperia and themes of revenge, love, and honor, leaving a strong impact on contemporary audiences.
Key Characters:
-
Hieronimo (Protagonist)
-
Bel-Imperia (Heroine)
-
Lorenzo
-
Balthazar
-
Horatio
-
Ghost of Don Andrea
Famous Quotation:
-
“The less I speak, the more I meditate.”
Thomas Kyd (1557–1595):
-
English dramatist of the Elizabethan Period.
-
Member of the University Wits.
-
Known for developing Elizabethan drama, especially revenge tragedy.
Notable Works:
-
The Spanish Tragedy (1585)
-
Cornelia (1590)
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 month ago