'Acumen' is incompatible with-
A
Acuity
B
Shrewdness
C
Greenness
D
Sagacity
উত্তরের বিবরণ
‘Acumen’ শব্দটির অর্থ হলো কোনো বিষয় দ্রুত ও সঠিকভাবে বোঝার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটি সাধারণত বুদ্ধি, বিচক্ষণতা বা তীক্ষ্ণ বিচারবুদ্ধির ইঙ্গিত দেয়। অন্যদিকে ‘Greenness’ শব্দটি বোঝায় অপরিপক্বতা, কাঁচাভাব বা অভিজ্ঞতার অভাব। এই দুটি শব্দের অর্থ একে অপরের বিপরীত, তাই তারা একে অপরের সঙ্গে অসঙ্গত বা incompatible।
-
Acumen (Noun): কোনো বিষয় দ্রুত ও যথাযথভাবে বোঝার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
বাংলা অর্থ: তীক্ষ্ণ বিচারবুদ্ধি, ধীশক্তি, বুদ্ধিপ্রকর্ষ। -
Acuity: তীক্ষ্ণতা, সূক্ষ্মতা, বিচক্ষণতা।
-
Shrewdness: চতুরতা, কলহপরায়ণতা, কটুভাষিতা।
-
Greenness: কাঁচাভাব, অপক্বতা, অভিজ্ঞতার অভাব।
-
Sagacity: বিচক্ষণতা, বিজ্ঞতা।
সুতরাং, প্রদত্ত বিকল্পগুলোর অর্থ বিশ্লেষণ করে দেখা যায়, ‘Acumen’ শব্দটির বিপরীত বা অসঙ্গত অর্থ প্রকাশ করে ‘Greenness’, কারণ তীক্ষ্ণ বিচারবুদ্ধি (Acumen) এবং কাঁচাভাব বা অভিজ্ঞতার অভাব (Greenness) পরস্পর বিরোধী ধারণা।

0
Updated: 2 days ago
“The old man was tired of walking”. Here 'walking' is a/an-
Created: 1 month ago
A
present participle
B
adjective
C
common noun
D
gerund
Gerund (জেরান্ড)
“The old man was tired of walking.”
এখানে walking হলো gerund, কারণ এটি preposition of এর পরে বসে এবং noun এর মতো কাজ করছে।
একটি verb + ing আকারের শব্দ যা noun-এর মতো কাজ করে।
-
অর্থাৎ, gerund হলো কর্ম + নাম—verb থেকে এসেছে, কিন্তু বাক্যে noun-এর মতো ব্যবহৃত।
-
Gerund কখনো action দেখায় না; এটি শুধু noun-এর কাজ করে।
Gerund = Verb + ing = noun
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.
Gerund এর কাজ বা Functions
-
Subject হিসেবে (Verb এর subject):
-
Swimming is a good exercise.
-
Giving is better than receiving.
-
Seeing is believing.
বোল্ড অংশগুলো subject এবং gerund।
-
-
Object হিসেবে (Transitive verb এর object):
-
Stop writing.
-
My hobby is reading.
-
Don’t give up trying.
বোল্ড অংশগুলো verb-এর object এবং gerund।
-
-
Preposition এর পরে (Object of a preposition):
-
I am fond of catching fish.
-
I am tired of writing.
-
They are punished for telling a lie.
preposition-এর পরে gerund বসে।
-
-
By + Gerund
-
By eating a balanced diet, you can live well.
-
By drinking milk, you can get vitamins.
-
-
Without + Gerund
-
Without working hard, you cannot succeed.
-
এভাবে সহজভাবে মনে রাখুন:
-
Gerund সবসময় -ing দিয়ে শেষ হয়।
-
এটি verb থেকে তৈরি, কিন্তু noun-এর মতো কাজ করে।
-
Subject, object, preposition এর object, বা বিশেষ phrase-এর অংশ হিসেবে ব্যবহার হয়।

0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 1 month ago
A
Fluorescent
B
Fluoresent
C
Flourescent
D
Fluorescint
সঠিক শব্দটি: ক) Fluorescent
-
Fluorescent:
-
English meaning: producing light by fluorescence (absorbing light of a short wavelength and producing light of a longer wavelength)
-
Bangla meaning: পদার্থ যা বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয়; প্রতিপ্রভ
-
-
Example:
-
Certain chemicals are used in fluorescent lights to produce visible light.
-
Source: Accessible Dictionary

0
Updated: 1 month ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 2 months ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago