A group of elephants is called-
A
A pride
B
A herd
C
A pack
D
A squad
উত্তরের বিবরণ
Herd (Collective noun)
-
English Meaning: a large group of animals of the same type that live and feed together; a congregation of gregarious wild animals.
-
Bangla Meaning: (বিশেষত গবাদিপশুর) দল; পাল; দঙ্গল; যূথ; হলকা; (তুচ্ছার্থে) মানুষের দল।
-
উদাহরণ: A herd of cattle/deer/elephants/goats was grazing in the parkland.
-
অন্যদিকে অন্যান্য collective noun-গুলোর অর্থ নিম্নরূপ—
-
A pride: দল বা ঝাঁক, সাধারণত সিংহ বা ময়ূরের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: a pride of lions/peacocks.
-
-
A pack: একত্রে থাকা শিকারি কুকুর, নেকড়ে বা বন্য প্রাণীর দল বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও এটি অবজ্ঞার অর্থেও ব্যবহার হয় যেমন অসাধু ব্যক্তিদের দল বা মিথ্যার গুচ্ছ বোঝাতে।
-
উদাহরণ: a pack of hounds/wolves/wild dogs/a pack of thieves/a pack of lies.
-
-
A squad: কয়েকজন ব্যক্তি মিলে গঠিত একটি ছোট দল বা গোষ্ঠী, বিশেষ করে সৈন্যদল বা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: A squad of watchmen/homeguards.
-

0
Updated: 2 days ago
Choose the antonym of “Feeble.”:
Created: 1 month ago
A
Weak
B
Fragile
C
Mighty
D
Delicate
Correct Answer
গ) Mighty ✅
Explanation:
-
Feeble
-
Bangla Meaning: দুর্বল, নিস্তেজ, ক্ষীণ।
-
English Meaning: markedly lacking in strength.
-
-
Mighty
-
Bangla Meaning: পরাক্রমশালী।
-
English Meaning: possessing might; powerful.
-
Other Options
ক) Weak → দুর্বল, ভঙ্গুর; lacking strength।
খ) Fragile → ভঙ্গুর, ক্ষণভঙ্গুর; easily broken or destroyed।
ঘ) Delicate → সুকুমার, পেলব; pleasing to the senses।
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
‘I will not let you go’. In this sentence 'go' is a/an-
Created: 1 month ago
A
infinitive
B
gerund
C
participle
D
verbal noun
I will not let you go. Here 'go' is - Infinitive.
• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।
Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
তাই, go verb-টি to-বিহীন infinitive form.
সুতরাং, সঠিক উত্তর infinitive.

0
Updated: 1 month ago
Choose the correct passive voice of:
"They made him finish the work."
Created: 1 month ago
A
He was made finish the work by them.
B
He was made to finish the work by them.
C
He made to finish the work by them.
D
He was making to finish the work by them.
Correct Answer
He was made to finish the work by them. ✅
Explanation:
-
Need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch প্রভৃতি verb-এর পরে Active Voice-এ সাধারণত to উহ্য থাকে।
-
কিন্তু Passive Voice করার সময় এদের পরে to বসাতে হয়।
-
তবে শুধু let এর ক্ষেত্রে Passive Voice-এ to বসে না।
Example:
-
Active: They made him finish the work.
-
Passive: He was made to finish the work by them.
Other Options
ক) He was made finish the work by them. → Passive-এ made এর পরে to + verb দরকার। তাই ভুল।
গ) He made to finish the work by them. → Auxiliary was নেই, word order ভুল, এবং Subject পরিবর্তনও সঠিক নয়।
ঘ) He was making to finish the work by them. → “was making” tense ও structure উভয়ই ভুল এবং অর্থও পরিবর্তন করছে।

0
Updated: 1 month ago