Fill in the blank with the correct one: Planting trees ______ air pollution.
A
contributes to reduce
B
contributes to reducing
C
contribute for reducing
D
contribute to reduce
উত্তরের বিবরণ
বাক্যটি হলো: Planting trees contributes to reducing air pollution.
এর অর্থ: বৃক্ষরোপণ বায়ু দূষণ কমাতে অবদান রাখে।
এই বাক্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণগত দিক লক্ষ্য করা যায়।
-
“Contribute to” এর পরে সর্বদা একটি gerund (verb + ing) ব্যবহৃত হয়।
-
“Planting trees” এখানে একটি gerund phrase, যা subject হিসেবে কাজ করছে। যেহেতু এটি singular subject, তাই ক্রিয়াপদটি singular (contributes) হয়েছে।
-
Contribute এর পরে to বসে, for নয়।
-
সাধারণত to এর পরে verb-এর base form ব্যবহৃত হয়, কিন্তু কিছু নির্দিষ্ট prepositional phrase এর ক্ষেত্রে verb + ing ব্যবহৃত হয়।
এমন কিছু বিশেষ শব্দগুচ্ছ হলো:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Contribute to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to

0
Updated: 2 days ago
The phrase "Put up with" means:
Created: 2 weeks ago
A
To prevent
B
To terminate
C
To tolerate
D
To protect
Phrase: Put up with
-
Meaning: To tolerate or endure something
-
Bangla Meaning: সহ্য করা
Examples:
-
I'm too tired to put up with any nonsense.
-
I don't know how she puts up with him.
অন্য বিকল্পসমূহ:
-
ক) To prevent – প্রতিরোধ/নিবারণ করা
-
খ) To terminate – (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
-
ঘ) To protect – নিরাপদ/সুরক্ষিত রাখা
উৎস:

0
Updated: 2 weeks ago
We discussed going on a trip next month. - Here 'going' is
Created: 2 months ago
A
Gerund
B
Participle
C
Linking verb
D
Finite verb
We discussed going on a trip next month. - Here 'going' is a- Gerund.
- সাধারণত verb এর object হিসেবে gerund বসে।
- এখানে ‘going’ শব্দটি ‘discussed’ ক্রিয়ার object হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Gerund হলো একটি verb-এর -ing ফর্ম, যা noun হিসেবে কাজ করে।
- এখানে ‘going’ একটি noun-এর কাজ করছে, কারণ এটি discussed ক্রিয়ার object।
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

0
Updated: 2 months ago
He ran with great speed. The underlined part of the sentence is a -
Created: 1 month ago
A
noun phrase
B
adverb phrase
C
adjective phrase
D
participle phrase
He ran with great speed.
-
এখানে with great speed হলো Adverbial Phrase।
-
অর্থ: "দ্রুত গতিতে"
-
এটি বাক্যের ক্রিয়া ran কে বর্ণনা করছে।
-
যদি আমরা প্রশ্ন করি “How did he run?”, উত্তর হবে “with great speed”। তাই এটি Adverbial Phrase।
-
Adverbial Phrase কী?
-
যে phrase বাক্যে adverb এর মতো কাজ করে তাকে Adverbial Phrase বলা হয়।
-
সাধারণত এই phrase টি বোঝায়:
-
কখন? (when)
-
কোথায়? (where)
-
কেন? (why)
-
কিভাবে? (how)
-
-
যেমন:
-
She sang in the morning. → in the morning → when?
-
He lives near the river. → near the river → where?
-
সূত্র: Azar, B. S. (2017). Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 1 month ago