নিঝুম দ্বীপের আয়তন কত? 

A

৮০ব. মা. 

B

৮২ ব. মা. 

C

৮৫ ব. মা. 

D

৯০ ব. মা. ( ব্যাখ্যা পড়ুন) 

উত্তরের বিবরণ

img

নিঝুম দ্বীপ 

নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অংশ। দ্বীপটির আয়তন প্রায় ৯১ বর্গ কিলোমিটার (৩৫.১৩ বর্গমাইল)। নিঝুম দ্বীপটি হাতিয়ার মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং বঙ্গোপসাগরের সীমানায় টিকে আছে। দ্বীপটির তিন দিকে সাগর ঘিরে আছে, আর একদিকে মেঘনার মোহনা।

এই দ্বীপটি প্রায় ১৪ হাজার একর এলাকা নিয়ে ১৯৪০ সালের দিকে তৈরি হয়। এখানে প্রথম বসতি স্থাপন করেন ওসমান নামের একজন বাথানিয়া, যার নাম থেকে দ্বীপের প্রাথমিক নাম ছিল ওসমান চর। স্থানীয়রা এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাউল্লার চরও বলে ডাকে, কারণ এখানে অনেক বালুর টিলা বা ঢিবি রয়েছে। আবার ইচামতীর চর নামটিও ছিল, কারণ এখানে প্রচুর ইচা মাছ (চিংড়ি) পাওয়া যেত।

বর্তমানে দ্বীপটিকে নিঝুম দ্বীপ নামে চিনে সবাই, তবে স্থানীয়রা এখনো পুরোনো নামগুলো ব্যবহার করে থাকেন। ১৯৭০-এর দশকে বাংলাদেশের বন বিভাগ এই দ্বীপে কাজ শুরু করে। এখন নিঝুম দ্বীপ হরিণের একটি অভয়ারণ্য হিসেবে পরিচিত। দ্বীপটির বিশেষ আকর্ষণ হলো এখানে পাওয়া যায় উভচর প্রাণীর প্রজাতি।

তথ্যের উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD