'লন্ডন ঘোষণা' নিম্নের কোন সংগঠনের প্রতিষ্ঠার সাথে জড়িত?
A
জাতিসংঘ
B
বিশ্ব বাণিজ্য সংস্থা
C
বিশ্বব্যাংক
D
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
উত্তরের বিবরণ
লন্ডন ঘোষণা (London Declaration) হলো জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ, যা ১২ জুন ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস প্যালেসে দেওয়া হয়।
-
কারণ: জার্মানির ব্রিটেন আক্রমণের পর ইউরোপের ৯টি নির্বাসিত দেশ এবং ৫টি অন্যান্য মিত্র দেশ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে এই ঘোষণা দেয়।
-
বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ: গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স
-
ঘোষণার মূল কথা: "To work together, with other free peoples, both in war and in peace"
এই বৈঠকে পাশ হওয়া ৩টি প্রস্তাব:
-
জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা
-
অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না
-
মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা
উল্লেখ্য: লন্ডন ঘোষণা ছিল কমনওয়েলথ গঠনের প্রথম পদক্ষেপের পাশাপাশি জাতিসংঘ প্রতিষ্ঠার সূচনা।

0
Updated: 3 days ago
WTO কবে প্রতিষ্ঠিত হয়?
Created: 5 days ago
A
১৯৯৪ সালের ১ জানুয়ারি
B
১৯৯৪ সালের ৩১ জানুয়ারি
C
১৯৯৫ সালের ১ জানুয়ারি
D
১৯৯৫ সালের ৩১ জানুয়ারি
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যিক জোট, যা বৈশ্বিক বাণিজ্যের নীতি ও নিয়ম তদারকি করে এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের ভারসাম্য রক্ষা করে।
-
পূর্ণরূপ: World Trade Organization
-
প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্যদেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
মারাকেশ চুক্তি
-
১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
-
এই চুক্তির মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে এবং WTO একটি স্থায়ী বৈশ্বিক সংস্থায় রূপ নেয়।

0
Updated: 5 days ago
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
Created: 3 days ago
A
পল-হেনরি স্পাক
B
ফয়সাল আল ইব্রাহীম
C
হারবার্ট ভের ইভাট
D
লুইস মাচাদো
জাতিসংঘের সাধারণ পরিষদের (UN General Assembly) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনে, যেখানে ৫১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক।
-
প্রধান অঙ্গ: সাধারণ পরিষদ হলো জাতিসংঘের অন্যতম প্রধান সংস্থা।
-
সদস্য দেশ: সব জাতিসংঘের সদস্য রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। বর্তমানে ১৯৩টি দেশ সদস্য।
-
বার্ষিক অধিবেশন: সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর বসে, যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
-
সময় ও স্থান: সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অধিবেশন শুরু হয়।
-
আইনি ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯–২২ নং অনুচ্ছেদ) সাধারণ পরিষদের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেছে।

0
Updated: 3 days ago
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
Created: 1 month ago
A
লর্ড হ্যালিফ্যাক্স
B
আর্চিবল্ড ম্যাকলিশ
C
জন ডি. রকফেলার জুনিয়র
D
নেলসন রকফেলার
জাতিসংঘ সনদ (UN Charter)
• রচয়িতা: আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
• অনুচ্ছেদ সংখ্যা: মোট ১১১টি
• সংশোধনের ধারা: ধারা ১০৮ অনুযায়ী
-
সংশোধনী প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে
-
এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রে অনুমোদন প্রয়োজন
প্রধান তারিখ:
• স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫
• কার্যকরী: ২৪ অক্টোবর, ১৯৪৫
• প্রতি বছর জাতিসংঘ দিবস পালন: ২৪ অক্টোবর
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 1 month ago