জাতিসংঘ সনদের ৫১ নং ধারা কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
A
শান্তিরক্ষা অভিযান
B
আত্মরক্ষার অধিকার
C
অর্থনৈতিক সহযোগিতা
D
আন্তর্জাতিক বিচার
উত্তরের বিবরণ
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের মূল আইন ও সংবিধান, যা সংস্থার গঠন, কার্যক্রম ও সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব নির্ধারণ করে।
-
রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
-
সনদে মোট ১১১টি অনুচ্ছেদ এবং ১৯টি অধ্যায় রয়েছে
-
৫১ নং ধারা অনুযায়ী, যদি কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ ঘটে, তবে সেই রাষ্ট্রের স্ব-রক্ষার (self-defense) অধিকার অক্ষুণ্ণ থাকে
ধারা ৫১-এর মূল বক্তব্য:
-
কোনো সদস্যের ওপর আক্রমণ ঘটলে, যতক্ষণ না নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে, ততক্ষণ সেই রাষ্ট্রের একক বা যৌথ আত্মরক্ষার অধিকার ব্যবহার করতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
-
আত্মরক্ষার জন্য গৃহীত ব্যবস্থা নিরাপত্তা পরিষদের কাছে অবিলম্বে প্রতিবেদন করতে হবে।
-
এই প্রক্রিয়া কোনোভাবেই নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্বকে বাধাগ্রস্ত করতে পারবে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে।

0
Updated: 3 days ago
জাতিসংঘের পতাকার রং কী?
Created: 3 days ago
A
সবুজ ও সাদা
B
নীল ও সাদা
C
লাল ও সাদা
D
নীল ও সবুজ
জাতিসংঘের পতাকা হলো সারা বিশ্বের মানুষের জন্য শান্তি ও একাত্মতার প্রতীক।
-
গৃহীত: ৭ ডিসেম্বর ১৯৪৬
-
রঙ: নীল ও সাদা
-
ডিজাইন: জমিন নীল, মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুই পাশে সাদা জলপাই গাছের ডাল
-
প্রতীকী অর্থ:
-
জলপাই পাতার ডাল: শান্তি
-
নীল রং: যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তি
-
-
ডিজাইন দলের নেতৃত্ব: অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট

0
Updated: 3 days ago
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
Created: 5 days ago
A
এস এ করিম
B
সালাহউদ্দিন নোমান চৌধুরী
C
ইসমাত জাহান
D
ড. এ কে আব্দুল মোমেন
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুরু হয় স্বাধীনতার পরপরই, যখন দেশটি বিশ্ব কূটনৈতিক অঙ্গনে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে শুরু করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরা দেশকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করে আসছেন এবং বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
-
জাতিসংঘে নিযুক্ত প্রথম স্থায়ী প্রতিনিধি: এস. এ. করিম (১৮ সেপ্টেম্বর, ১৯৭৪)
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিদের ক্রমক্রমিক তালিকা:
-
১ম: এস. এ. করিম
-
২য়: কে. এম. কায়সার
-
৩য়: খাজা ওয়াসিউদ্দিন
-
৪র্থ: বি. এ. সিদ্দিকী
-
৫ম: আতাউল করিম
-
৬ষ্ঠ: এ. এইচ. জি. মহিউদ্দিন
-
৭ম: মোহাম্মদ মহসিন
-
৮ম: হুমায়ুন কবির
-
৯ম: রিয়াজ রহমান
-
১০ম: আনোয়ারুল করিম চৌধুরী
-
১১তম: ইফতেখার আহমেদ চৌধুরী
-
১২তম: ইসামত জাহান (১৮ জুন, ২০০৭ — প্রথম নারী প্রতিনিধি)
-
১৩তম: এ. কে. আব্দুল মোমেন
-
১৪তম: মাসুদ বিন মোমেন
-
১৫তম: রাবাব ফাতিমা
-
১৬তম: মুহাম্মদ আবদুল মুহিত
-
১৭তম: সালাহউদ্দিন নোমান চৌধুরী (বর্তমান স্থায়ী প্রতিনিধি)
জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক:
-
বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভের তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯তম অধিবেশন)
-
সদস্য হিসেবে ক্রম: ১৩৬তম দেশ
-
বাংলাদেশকে প্রথম স্বাগত জানায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
-
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার: ০.০১ শতাংশ

0
Updated: 5 days ago
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র -
Created: 2 weeks ago
A
৫২টি
B
৫১টি
C
৫০টি
D
৪৯টি
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের স্বাধীন দেশসমূহকে একত্রিত করে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে। এটি ১ জানুয়ারি ১৯৪২ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের প্রস্তাবে প্রতিষ্ঠিত হয়। সদর দফতর ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এর স্থপতি ছিলেন ডব্লিউ. হ্যারিসন।
• জাতিসংঘ বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• ইউরোপীয় কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
• প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৫১টি।
গঠন সংক্রান্ত তথ্য:
• সনদ কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫।
• আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়: ১৪ আগস্ট ১৯৪১।
• জাতিসংঘ দিবস পালিত হয়: ২৪ অক্টোবর।

0
Updated: 2 weeks ago