জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
A
৩ জন
B
৪ জন
C
৫ জন
D
৬ জন
উত্তরের বিবরণ
জাতিসংঘের সাধারণ পরিষদ (UN General Assembly) হলো জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা, যা আন্তর্জাতিক নীতি নির্ধারণ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
সাধারণ পরিষদে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রই অন্তর্ভুক্ত।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি
-
প্রতি বছর বাৎসরিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
-
সাধারণত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, নিউইয়র্কে।
-
জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯–২২ নং অনুচ্ছেদ) সাধারণ পরিষদের কার্যক্রম সম্পর্কিত বিধান তুলে ধরে।
প্রতিনিধিত্ব সংক্রান্ত তথ্য (জাতিসংঘ সনদের ৯ নং ধারা অনুযায়ী):
-
প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
-
সাধারণত এই প্রতিনিধিদের মধ্যে একজন প্রধান প্রতিনিধি (অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং অন্যান্য সহকারী প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকে।
-
প্রয়োজন অনুযায়ী দেশের পক্ষ থেকে অতিরিক্ত প্রতিনিধির উপস্থিতি অনুমোদিত হতে পারে, তবে সর্বাধিক ৫ জনের সীমা অতিক্রম করা যাবে না।

0
Updated: 3 days ago
জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত হয় কোন সালে?
Created: 2 weeks ago
A
১৯৪৫ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৩৯ সালে
D
১৯১৯ সালে
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য গৃহীত।
-
স্বাক্ষর ও কার্যকর:
-
স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
-
সম্মেলন সম্পর্কিত তথ্য:
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ
-

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Created: 3 days ago
A
কুর্ট ওয়াল্ডহেইম
B
ট্রিগভেলী
C
ড্যাগ হ্যামারশোল্ড
D
জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার
ট্রিগভে লী (Trygve Lie) ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব, যিনি নরওয়ের একজন বিশিষ্ট কূটনীতিক ছিলেন। জাতিসংঘের প্রাথমিক পর্যায়ে তিনি সংস্থার প্রশাসনিক কাঠামো ও কার্যক্রমকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
দায়িত্বকাল: ফেব্রুয়ারি ১৯৪৬ – নভেম্বর ১৯৫২
-
দেশ: নরওয়ে
-
তিনি জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে বিশ্ব শান্তি রক্ষায় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বিশেষ অবদান রাখেন।
জাতিসংঘের মহাসচিববৃন্দের তালিকা:
-
প্রথম: ট্রিগভে লী (নরওয়ে)
-
দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
-
তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)
-
চতুর্থ: কুর্ট ওয়াল্ডহেইম (অস্ট্রিয়া)
-
পঞ্চম: জাভিয়ের পেরেজ দে কুয়েলার (পেরু)
-
ষষ্ঠ: ড. বুট্রোস বুট্রোস ঘালি (মিশর)
-
সপ্তম: কফি আনান (ঘানা)
-
অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
-
নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)

0
Updated: 3 days ago
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Created: 3 months ago
A
৪৮ টি
B
৫০ টি
C
৫১ টি
D
৬০ টি
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations Organization) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন।
-
এটি পূর্বের জাতিপুঞ্জের (League of Nations) পরবর্তী প্রজন্মের প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
সনদ স্বাক্ষরের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মোট ৫১টি।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিঃদ্রঃ
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।
-
সানফ্রান্সিসকো সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পোল্যান্ড ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে।
-
সুতরাং, পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago