বিশ্বব্যাংকের সভাপতি সাধারণত কোন দেশের নাগরিক হয়ে থাকেন?
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
জার্মানি
D
যে কোন দেশের
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক (World Bank) হলো একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা, যা প্রধানত উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে অর্থনৈতিক সহায়তা ও ঋণ প্রদান করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৪, ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত চারটি সংস্থার মধ্যে একটি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রধান কাজ: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রকল্প ও নীতি বাস্তবায়নে ঋণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সম্পর্কিত তথ্য:
-
সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হন
-
প্রথম প্রেসিডেন্ট: ইউগেন মেয়ার
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ

0
Updated: 3 days ago
বিশ্বব্যাংক -এর কোন অঙ্গ সংগঠনটি 'Soft Ioan Window' নামে পরিচিত?
Created: 4 months ago
A
IBRD
B
IDA
C
IFC
D
EDI
বিশ্বব্যাংক গ্রুপ
IBRD-কে সাধারণভাবে বিশ্বব্যাংক নামে অভিহিত করা হয়।
-
IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development।
-
এর সূচনা ঘটে ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে।
-
তবে, ১৯৪৬ সালের জুন মাসে এটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
-
বিশ্বব্যাংক ও আইএমএফ — এই দুটি প্রতিষ্ঠানকে Bretton Woods Institutions হিসেবে ধরা হয়।
-
ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমেই IMF ও IBRD এর জন্ম ঘটে।
-
ফলে, এই দুটি সংস্থাকে একত্রে ব্রেটন উডস জমজ (Bretton Woods Twins) বলা হয়ে থাকে।
-
বিশ্বব্যাংক মূলত ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এই ৫টি প্রতিষ্ঠান হলো
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
International Development Association (IDA)
-
IDA-এর পূর্ণরূপ: International Development Association।
-
যেসব উন্নয়নশীল দেশ IBRD থেকে ঋণ গ্রহণে অযোগ্য, তাদের সহজ ও নমনীয় শর্তে ঋণ প্রদান করে IDA।
-
এই কারণে IDA-কে প্রায়ই Soft Loan Window হিসেবে অভিহিত করা হয়।
-
IDA-এর প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে।
-
বর্তমানে ১৭৪টি দেশ এর সদস্য।
-
এর সর্বশেষ সদস্য দেশ হলো বুলগেরিয়া।
-
IDA সদস্য দেশগুলোতে বেসরকারি খাতের উন্নয়ন এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে।
বাংলাদেশ ও IDA
-
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA-এর সদস্যপদ লাভ করে।
-
IDA থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পেয়ে থাকে।
-
বাংলাদেশ হলো IDA-এর ১০৯তম এবং বিশ্বব্যাংকের ১১৮তম সদস্য।
উৎস: বিশ্বব্যাংক (World Bank) এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 4 months ago
বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
Created: 6 hours ago
A
নাইজেরিয়া
B
কিউবা
C
ইউক্রেন
D
সেনেগাল
বিশ্বব্যাংক (World Bank):
বিশ্বব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করা। এটি মূলত উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করে।
গঠন ও প্রতিষ্ঠা:
-
বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত সম্মেলনে (Bretton Woods Conference)।
-
ওই সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
এটি ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৬ সালের জুন মাসে বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করে।
প্রধান তথ্যাবলি:
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান সদস্য দেশ: ১৮৯টি
-
সর্বশেষ সদস্য দেশ: নাউরু (Nauru) — ১২ এপ্রিল, ২০১৬ সালে সদস্যপদ লাভ করে।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা (Ajay Banga)
বিশ্বব্যাংকের কাঠামো:
বিশ্বব্যাংক আসলে দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত—
১. International Bank for Reconstruction and Development (IBRD)
২. International Development Association (IDA)
এ দুটি প্রতিষ্ঠান একসঙ্গে World Bank Group (WBG)-এর মূল অংশ হিসেবে কাজ করে।
বিশেষ তথ্য:
-
কিউবা হলো একমাত্র দেশ, যা ১৯৬০ সালের ১৪ নভেম্বর বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
মূল লক্ষ্য ও কার্যাবলি:
-
দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
-
উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান।
-
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি ও জ্বালানি খাতে প্রকল্প সহায়তা।
-
নীতি পরামর্শ ও গবেষণা সহযোগিতা প্রদান।

0
Updated: 6 hours ago
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে?
Created: 3 weeks ago
A
ICSID
B
IDA
C
IFC
D
MIGA
MIGA (Multilateral Investment Guarantee Agency) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠার তারিখ: ১২ এপ্রিল, ১৯৮৮
-
উদ্দেশ্য: বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা ও গ্যারান্টি প্রদান, যা উন্নয়নশীল দেশগুলোর সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে
-
বর্তমান সদস্য সংখ্যা (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১৮২টি
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: সোমালিয়া
অন্য বিশ্বব্যাংক গ্রুপ সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ:
-
IDA: অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে
-
ICSID: সদস্য দেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে
-
IFC: উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে

0
Updated: 3 weeks ago