আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
A
নিউইয়র্ক
B
প্যারিস
C
দ্য হেগ
D
জেনেভা
উত্তরের বিবরণ
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ – International Court of Justice) হলো জাতিসংঘের সর্বোচ্চ আদালত এবং প্রধান বিচার বিভাগীয় সংস্থা, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশগুলোর মধ্যে বিরোধ নিরসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে।
-
প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ (সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে)
-
কার্যক্রম শুরু হয়: ১৯৪৬
-
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস
-
বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া
-
প্রধান কাজ: বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত আন্তর্জাতিক বিষয় নিষ্পত্তি করা এবং আন্তর্জাতিক আইন প্রয়োগ নিশ্চিত করা
বিচারক সংক্রান্ত তথ্য:
-
ICJ-এর সদস্য সংখ্যা: ১৫ জন বিচারক
-
বিচারক নির্বাচন প্রক্রিয়া: জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ যৌথভাবে নির্বাচন করে।
-
একজন বিচারকের মেয়াদ: ৯ বছর
-
ICJ-এর সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

0
Updated: 3 days ago
জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে -
Created: 3 days ago
A
২০ এপ্রিল ১৯৪৬
B
২১ এপ্রিল ১৯৪৬
C
২২ এপ্রিল ১৯৪৬
D
২৩ এপ্রিল ১৯৪৬
লীগ অব নেশনস (League of Nations) ছিল প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংস্থা। এই সংগঠনটি বিশ্বশান্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসার মাধ্যমে নতুন সংঘাত প্রতিরোধের লক্ষ্য নিয়ে কাজ করেছিল।
-
গঠনকাল: ১৯২০ সালের ১০ জানুয়ারি
-
গঠনের স্থান: প্যারিস শান্তি সম্মেলন
-
প্রধান উদ্যোক্তা: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য:
-
সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা
-
একে অপরকে আক্রমণ করা থেকে নিরুৎসাহিত করা
-
কোনো রাষ্ট্র আক্রান্ত হলে সমষ্টিগত সহায়তা প্রদান
-
সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ও বিরোধসমূহ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা
-
উল্লেখযোগ্যভাবে,
-
লীগ অব নেশনস-এর দুটি প্রধান অঙ্গ ছিল—কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
-
কাউন্সিলে বিশ্বের শক্তিধর ৫টি রাষ্ট্র ছিল: ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান।
-
এছাড়া ৪টি অস্থায়ী সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত ছিল।
-
ত্রিশের দশকে বিভিন্ন আগ্রাসনমূলক ঘটনার (যেমন—ইতালির ইথিওপিয়া আক্রমণ, জাপানের মানচুরিয়া দখল) বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়।
-
সাংগঠনিক দুর্বলতা এবং বিশ্বশান্তি রক্ষায় ব্যর্থতার কারণে লীগ অব নেশনস ২০ এপ্রিল, ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
উল্লেখ্য, বিলুপ্তির তারিখ নিয়ে কিছু মতভেদ রয়েছে—ব্রিটানিকা অনুসারে ১৯ এপ্রিল, ১৯৪৬ এবং জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে ২০ এপ্রিল, ১৯৪৬। তবে অধিক গ্রহণযোগ্য তারিখ হলো ২০ এপ্রিল, ১৯৪৬। বিস্তারিত জানার জন্য তথ্যকল্পদ্রুপ-৩০ দেখা যেতে পারে।

0
Updated: 3 days ago
IMF-এর বর্তমান সদস্য দেশ -
Created: 3 days ago
A
১৮৯টি
B
১৯০টি
C
১৯১টি
D
১৯৩টি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) হলো একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা তদারকি এবং সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: The International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
বর্তমান সদস্যদেশ: ১৯১টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি — মার্কিন ডলার (USD), ব্রিটিশ পাউন্ড (GBP), জাপানি ইয়েন (JPY), ইউরো (EUR) এবং চীনা ইউয়ান (CNY)
উল্লেখযোগ্যভাবে, ২১ অক্টোবর, ২০২৪ সালে লিচেনস্টাইন IMF-এর ১৯১তম সদস্যদেশ হিসেবে যোগ দেয়, যার ফলে সংস্থাটির সদস্য সংখ্যা দাঁড়ায় ১৯১।

0
Updated: 3 days ago
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
রোম
B
জেনেভা
C
প্যারিস
D
নিউ ইয়র্ক
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সমন্বয় করে।
-
পূর্ণরূপ: World Meteorological Organization
-
প্রতিষ্ঠিত: ১৯৫০
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য: ১৯৩ (সেপ্টেম্বর, ২০২৫)
-
১৮৭টি দেশ
-
৬টি অঞ্চল
-
-
বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 1 week ago