হাজংদের অধিবাস কোথায়?
A
ময়মনসিংহ ও নেত্রকোনা
B
কক্সবাজার ও রামু
C
রংপুর ও দিনাজপুর
D
সিলেট ও মণিপুর
উত্তরের বিবরণ
হাজং
-
হাজং বাংলাদেশের এক আদিবাসী জনগোষ্ঠী।
-
তারা মূলত ময়মনসিংহ জেলার পাহাড়ি এলাকায় বসবাস করে।
-
পাশাপাশি শেরপুর, সিলেট ও নেত্রকোনা এলাকাতেও হাজংদের কিছু সংখ্যা আছে।
-
হাজংরা বাংলা ভাষা প্রধানত ব্যবহার করে।
-
তবে তাদের নিজস্ব একটি ভাষাও রয়েছে, যা তারা নিজেদের মধ্যে কথা বলার জন্য ব্যবহার করে।
-
হাজং ভাষার কোনো নিজস্ব লিপি বা বর্ণমালা নেই।
-
লিখতে হলে তারা অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
-
হাজংরা সনাতন ধর্ম পালন করে।
-
তাদের সমাজ পিতৃতান্ত্রিক অর্থাৎ পুরুষ প্রধান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
হাজংরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?
Created: 1 month ago
A
ময়মনসিংহ
B
কুমিল্লা
C
কক্সবাজার
D
উপরের কোনটি নয়
হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সামাজিক ব্যবস্থা রয়েছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
বাসস্থান: ময়মনসিংহ জেলা, এছাড়াও শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলে কিছুসংখ্যক হাজং বসবাস করে।
-
ভাষা: হাজং ভাষা, যার নিজস্ব বর্ণমালা নেই। বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা। লিখিত রূপের জন্য অসমীয়া বর্ণমালা ব্যবহার করা হয়।
-
সমাজব্যবস্থা: পিতৃতান্ত্রিক।
-
ধর্ম: সনাতন ধর্মাবলম্বী।
0
Updated: 1 month ago
হাজংদের অধিবাস কোথায়?
Created: 1 week ago
A
ময়মনসিংহ ও নেত্রকোনা
B
কক্সবাজার ও রামু
C
রংপুর ও দিনাজপুর
D
সিলেট ও মণিপুর
হাজং
-
হাজং বাংলাদেশের এক আদিবাসী জনগোষ্ঠী।
-
তারা মূলত ময়মনসিংহ জেলার পাহাড়ি এলাকায় বসবাস করে।
-
পাশাপাশি শেরপুর, সিলেট ও নেত্রকোনা এলাকাতেও হাজংদের কিছু সংখ্যা আছে।
-
হাজংরা বাংলা ভাষা প্রধানত ব্যবহার করে।
-
তবে তাদের নিজস্ব একটি ভাষাও রয়েছে, যা তারা নিজেদের মধ্যে কথা বলার জন্য ব্যবহার করে।
-
হাজং ভাষার কোনো নিজস্ব লিপি বা বর্ণমালা নেই।
-
লিখতে হলে তারা অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
-
হাজংরা সনাতন ধর্ম পালন করে।
-
তাদের সমাজ পিতৃতান্ত্রিক অর্থাৎ পুরুষ প্রধান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
0
Updated: 1 week ago