নিচের কোনটি বলকান রাষ্ট্র?
A
ক্রোয়েশিয়া
B
স্লোভেনিয়া
C
কসোভো
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
বলকান রাষ্ট্র হলো দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি পার্বত্য অঞ্চলভিত্তিক দেশসমূহের সমষ্টি। এই অঞ্চলের দেশগুলো মূলত বলকান পেনিনসুলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত।
• বলকান রাষ্ট্রসমূহের মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া।
• স্লোভেনিয়া।
• কসোভো।
• মন্টিনিগ্রো।
• বসনিয়া ও হার্জেগোভিনা।
• রোমানিয়া।
• বুলগেরিয়া।
• সার্বিয়া।
• উত্তর মেসিডোনিয়া।
• আলবেনিয়া।
• গ্রিস।
এই রাষ্ট্রগুলো বিভিন্ন ইতিহাস, সংস্কৃতি, এবং রাজনৈতিক কাঠামোর কারণে বিভিন্ন etnic এবং linguistic diversity দেখায়।

0
Updated: 3 days ago