বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ এর শীর্ষ দেশ কোনটি?
A
নরওয়ে
B
এস্তোনিয়া
C
নেদারল্যান্ডস
D
সুইডেন
উত্তরের বিবরণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২৫ (RSF World Press Freedom Index 2025) প্রতি বছরের মতো এই সূচক প্রকাশ করেছে ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF)। সূচকটি ২ মে, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে এবং এটি দেশের গণমাধ্যম স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করে।
• শীর্ষ দেশগুলো: নরওয়ে, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড।
• নিম্নতম অবস্থানে: ইরিত্রিয়া।
• বাংলাদেশের অবস্থান: ১৪৯তম।

0
Updated: 3 days ago
কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
Created: 6 days ago
A
লন্ডন
B
প্যারিস
C
ব্রাসেলস
D
ফ্রাঙ্কফুর্ট
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) হল ইউরো মুদ্রার কেন্দ্রীয় নিয়ন্ত্রক এবং এটি মূলত ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। এর উদ্ভব এবং কার্যক্রমের ধারাবাহিকতা নিম্নরূপ:
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক ধারণা এসেছে ১৯৮৮ সালে, যখন Economic and Monetary Union (EMU) গঠনের প্রক্রিয়া শুরু হয়।
-
১৯৯৪ সালে European Monetary Institute (EMI) প্রতিষ্ঠিত হয়, যা ECB-এর পূর্বসূরী হিসেবে কাজ করে।
-
১ জুন, ১৯৯৮ সালে আমস্টারডাম চুক্তির মাধ্যমে ECB আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, EMI-এর উত্তরসূরী হিসেবে।
-
১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করা হয়।
-
ECB-এর সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মূল কার্যাবলী হলো:
-
EU অঞ্চলে একটি স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করা।
-
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করা।
-
নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা।
-
ইউরো নোট ইস্যু ও সরবরাহ করা।
-
ইউরো মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত তথ্য:
-
ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস এবং লুক্সেমবার্গে অবস্থিত।
-
EU-এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে।
-
বর্তমানে EU-এর সদস্য দেশ সংখ্যা ২৭টি।

0
Updated: 6 days ago
দ্যাগ হ্যামারশোল্ড কত সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
Created: 3 days ago
A
১৯৬১ সালে
B
১৯৬৩ সালে
C
১৯৬৯ সালে
D
১৯৭১ সালে
দ্যাগ হ্যামারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং সুইডেনের নাগরিক।
-
মহাসচিব পদে দায়িত্বকাল: ১৯৫৩–১৯৬১
-
বিশেষ সম্মান: মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার, ১৯৬১
-
মৃত্যু: ১৮ সেপ্টেম্বর, ১৯৬১, কঙ্গোতে শান্তি মিশনের সময় বিমান দুর্ঘটনায়, তানজানিয়ার আরুশার কাছে
-
বৈশিষ্ট্য: জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রবর্তন করা হয়েছে

0
Updated: 3 days ago
'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয় :
Created: 6 days ago
A
২০০০ সাল
B
২০০১ সাল
C
২০১৩ সাল
D
২০১৬ সাল
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)’ হলো চীন প্রবর্তিত একটি বৃহৎ আন্তর্জাতিক উদ্যোগ, যা মূলত ভৌত অবকাঠামো ও বিনিয়োগের মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে সংযোগ স্থাপন ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে তৈরি। এই প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড বা নিউ সিল্ক রোড নামেও বলা হয়।
-
প্রবর্তন: ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
-
উদ্দেশ্য: উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিস্তৃত সংগ্রহের মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে ভৌত অবকাঠামো দিয়ে সংযুক্ত করা।
-
বিশ্বব্যাংকের বিশ্লেষণ: মে ২০১৮ থেকে, বিশ্বব্যাংক গ্রুপ ১৯টি ব্যাকগ্রাউন্ড পেপারের সিরিজ প্রকাশ করেছে এবং একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করেছে, যা বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, সংগ্রহ, পরিবেশ, দারিদ্র্য হ্রাস এবং অবকাঠামোর সাথে BRI-এর সম্পর্কের স্বাধীন বিশ্লেষণ প্রদান করে।
-
PGII পরিকল্পনা: চীনের BRI-এর মোকাবিলায় জি-৭ভুক্ত দেশসমূহ নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছে, যার নাম PGII (Partnership for Global Infrastructure and Investment)।
-
উদ্দেশ্য ও অংশীদারিত্ব: PGII প্রকল্পের মাধ্যমে চীনকে মোকাবিলা করে বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারিত্ব তৈরি করা হয়েছে। প্রকল্প গ্রহণকারী সংস্থা হলো G7।
-
জি-৭ সম্মেলন: ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়।

0
Updated: 6 days ago