বিবিএস-এর তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার -
A
৩.৬৩%
B
৩.৭৭%
C
৩.৮৩%
D
৩.৯৭%
উত্তরের বিবরণ
২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিম্নরূপ উপস্থাপন করা যেতে পারে। সামগ্রিক জিডিপি বৃদ্ধি হয়েছে ৩.৯৭%, যা দেশের অর্থনীতির ধীর কিন্তু স্থিতিশীল প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে যে, কৃষি খাতের প্রবৃদ্ধি ১.৭৯%, শিল্প খাতের প্রবৃদ্ধি ৪.৩৪%, এবং সেবা খাতের প্রবৃদ্ধি ৪.৫১%, যা স্পষ্ট করছে যে শিল্প ও সেবা খাতই দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে।
• ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির সাথে বিনিয়োগের অনুপাত দাঁড়িয়েছে ২৯.৩৮%।
• একই সময়ে দেশজ সঞ্চয়ের অনুপাত হয়েছে ২৩.২৫%, যা দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
• জাতীয় সঞ্চয়ের অনুপাত দাঁড়িয়েছে ২৯.০১%, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতার একটি সূচক।
• মাথাপিছু আয় ২০২৪-২৫ অর্থবছরে ৩৩৯,২১১ টাকা (২,৮২০ ইউএস ডলার), যা সাধারণ নাগরিকের জীবনমান এবং ক্রয়ক্ষমতার একটি প্রাথমিক মানদণ্ড।

0
Updated: 3 days ago
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। অনুগ্রহ করে বর্তমান তথ্য জেনে নিন) ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা-
Created: 1 month ago
A
৭.০০%
B
৭.১২%
C
৭.৩০%
D
৭.৪০%
বাংলাদেশ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২০-২০২৫)
মেয়াদ: জুলাই ২০২০ – জুন ২০২৫
মূল লক্ষ্য: অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জনগণের জীবনমান উন্নয়ন।
মেয়াদান্তে প্রধান সূচকসমূহ:
-
জিডিপি প্রবৃদ্ধি: ৮.৫১%
-
মোট জিডিপি: ১৭,০৮৭ বিলিয়ন টাকা
-
মাথাপিছু আয়: ৩,০৫৯ মার্কিন ডলার
-
মুদ্রাস্ফীতি: ৪.৬%
-
দারিদ্র্যের হার: ন্যূনতম ৭.৪%, সর্বাধিক ১৫.৬%
-
গড় প্রত্যাশিত আয়ু: ৭৪ বছর
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১৮%
-
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা: ৩০,০০০ মেগাওয়াট
সুত্র: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, সার্বিকভাবে জিডিপিতে অর্থনৈতিক খাত কয়টি?
Created: 1 week ago
A
১৯ টি
B
২১ টি
C
১৫টি
D
২০ টি
বাংলাদেশের জিডিপি বিভিন্ন খাতের সমন্বয়ে গঠিত এবং উৎপাদন ভিত্তিতে প্রধান তিনটি খাতের মাধ্যমে দেশের অর্থনীতির প্রধান অবদান আসে।
-
সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত
-
এই ১৯টি খাতের মধ্যে ৩টি বৃহৎ খাত অন্তর্ভুক্ত
-
৬টি খাত উপখাতে বিভক্ত
-
প্রধান তিনটি বৃহৎ খাত: কৃষিখাত, শিল্পখাত, সেবাখাত
জিডিপিতে খাত অনুযায়ী অবদান:
-
কৃষিখাত: ১১.১৯%
-
শিল্পখাত: ৩৭.৩৭%
-
সেবাখাত: ৫১.৪৪%

0
Updated: 1 week ago
বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি-র) কত শতাংশ কৃষি থেকে আসে?
Created: 2 months ago
A
১২.৪০%
B
১২.৮৯%
C
১৩.০২%
D
১৩.৩৫%
বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান (সাম্প্রতিক তথ্য অনুযায়ী)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ এর তথ্য অনুযায়ী দেশের জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনে তিনটি প্রধান খাতের অবদান নিচের মতো—
কৃষি খাত
-
অবদান (BBS): ১১.৬২%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ১১.০২%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ১.৭৯%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৩.২১%
-
-
কৃষিতে কর্মরত জনসংখ্যা: প্রায় ৪৫%
নোট: অনেক পুরনো প্রশ্নে এখনো ১৩.৩৫% অবদান উল্লেখ করা হয়, যা আপডেট নয়।
শিল্প খাত
-
অবদান (BBS): ৩৪.৮১%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৩৭.৯৫%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৩৪%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৬.৬৬%
-
-
শিল্পে কর্মরত জনসংখ্যা: প্রায় ১৭%
সেবা খাত
-
অবদান (BBS): ৫৩.৫৬%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৫১.০৪%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৫১%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৫.৮০%
-
-
সেবায় কর্মরত জনসংখ্যা: প্রায় ৩৮%
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
মাথাপিছু আয় (২০২৪-২৫ অর্থবছরে): ২,৮২০ মার্কিন ডলার
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪

0
Updated: 2 months ago