বিবিএস-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় কত? [অক্টোবর, ২০২৫]
A
২৮১৪ মার্কিন ডলার
B
২৮২০ মার্কিন ডলার
C
২৮৪৪ মার্কিন ডলার
D
২৮৮০ মার্কিন ডলার
উত্তরের বিবরণ
মাথাপিছু আয় বলতে একটি দেশের মোট জাতীয় আয়কে জনগণের সংখ্যায় ভাগ করে যে গড় আয় নির্ধারিত হয়, সেটাকেই বোঝায়। জাতীয় আয়ের মধ্যে দেশের অভ্যন্তরীণ আয় ছাড়াও remittance বা প্রবাসী আয় অন্তর্ভুক্ত থাকে। এই হিসাবের মাধ্যমে একটি দেশের নাগরিকের গড় অর্থনৈতিক অবস্থার ধারণা পাওয়া যায়।
মূল তথ্যসমূহ:
-
একটি দেশের মোট জাতীয় আয় (Gross National Income) কে জনগণের সংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় (Per Capita Income) নির্ধারিত হয়।
-
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২,৮২০ মার্কিন ডলার, যা সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বৃদ্ধি পেয়েছে।
-
মাথাপিছু জিডিপি (Per Capita GDP) বর্তমানে ২,৬৭১ মার্কিন ডলার।
-
২০২৫ সালের ২৭ মে তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি’র সাময়িক হিসাব প্রকাশ করা হয়।
BBS-এর পূর্ববর্তী তথ্য অনুযায়ী:
-
২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
-
২০২২-২৩ অর্থবছরে আয় কিছুটা কমে ২,৭৪৯ ডলার হয়।
-
২০২৩-২৪ অর্থবছরে আবারও সামান্য কমে দাঁড়ায় ২,৭৩৮ ডলার।

0
Updated: 3 days ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন।] বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
Created: 3 months ago
A
২০০ মার্কিন ডলার
B
২২৫ মার্কিন ডলার
C
২৪০ মার্কিন ডলার
D
২৬০ মার্কিন ডলার
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশের সাম্প্রতিক জনমিতিক ও আর্থিক চিত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে। সমীক্ষার আলোকে জানা যায়:
-
দেশের মোট জনসংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ১৭১ মিলিয়ন-এ।
-
জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ধরা হয়েছে ১.৩৩%, যা একটি নিয়ন্ত্রিত হারে ক্রমবর্ধমান জনসংখ্যার ইঙ্গিত দেয়।
-
গড় প্রত্যাশিত আয়ু বর্তমানে ৭২.৩ বছর, যা স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নের প্রতিফলন।
-
বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় বর্তমানে ২,৭৮৪ মার্কিন ডলার, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির ইঙ্গিত বহন করে।
-
পাশাপাশি, মাথাপিছু জিডিপি (GDP) হিসাব করা হয়েছে ২,৬৭৫ মার্কিন ডলার।
তথ্যসূত্র:
এই উপাত্তগুলো সংগৃহীত হয়েছে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ থেকে, যা দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিকচিত্র উপস্থাপন করে।
দ্রষ্টব্য:
এই তথ্যসমূহ সময়ের সঙ্গে পরিবর্তনশীল হতে পারে। সর্বশেষ এবং নির্ভরযোগ্য তথ্য জানতে Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার অথবা অথেনটিক সংবাদপত্র নিয়মিত পর্যালোচনা করুন।

0
Updated: 3 months ago
বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় কত? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 2 weeks ago
A
২৮২০ মার্কিন ডলার
B
২৮৪০ মার্কিন ডলার
C
২৭২০ মার্কিন ডলার
D
২৭৪০ মার্কিন ডলার
মাথাপিছু আয় ও সাময়িক জিডিপি তথ্য (বাংলাদেশ, ২০২৪-২৫ অর্থবছর)
-
মাথাপিছু আয়: দেশের অভ্যন্তরের আয়সহ প্রবাসী আয় অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয়কে দেশের জনসংখ্যায় ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।
-
বর্তমান মাথাপিছু আয়: ৩৩৯,২১১ টাকা (২,৮২০ মার্কিন ডলার)।
-
মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
খাতভিত্তিক প্রাক্কলিত প্রবৃদ্ধি (২০২৪-২৫):
-
কৃষি খাত: ১.৭৯%
-
শিল্প খাত: ৪.৩৪%
-
সেবা খাত: ৪.৫১%
জিডিপি সম্পর্কিত অনুপাত:
-
বিনিয়োগ: ২৯.৩৮%
-
দেশজ সঞ্চয়: ২৩.২৫%
-
জাতীয় সঞ্চয়: ২৯.০১%
পূর্ববর্তী অর্থবছরের তুলনা (২০২৩-২৪):
-
মাথাপিছু আয়: ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ মার্কিন ডলার)
-
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি সাময়িক হিসাব।

0
Updated: 2 weeks ago
২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
Created: 1 month ago
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard

0
Updated: 1 month ago