Which line passes through the middle of Bangladesh?
A
Tropic of Capricorn
B
International Date Line
C
Prime meridian
D
Tropic of Cancer
উত্তরের বিবরণ
বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত, যা দেশের মধ্যভাগ ধরে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অতিক্রম করেছে এবং দেশের ভৌগোলিক অবস্থানে বিশেষ গুরুত্ব বহন করে।
-
কর্কটক্রান্তি রেখা হলো প্রায় ২৩°৩০′ উত্তর অক্ষরেখা।
-
এটি বাংলাদেশের প্রায় মধ্যভাগ বরাবর অতিক্রম করেছে।
-
কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলা: চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
-
এছাড়াও বাংলাদেশের মধ্য দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

0
Updated: 3 days ago