Which is 'Swatch of No Ground'?
A
Naval port
B
Island
C
Canyon
D
Reflective shield
উত্তরের বিবরণ
সোয়াচ অব নো গ্রাউন্ড একটি গভীর সমুদ্র খাদ যা বঙ্গোপসাগরের ভৌগোলিক গঠন ও সমুদ্রবিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
এটি গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের পশ্চিমে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত।
-
খাদটির প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২° হেলানো।
-
মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
-
বেঙ্গল ফ্যান ভূমিরূপ এখানেই পাওয়া যায়।
-
বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত বেঙ্গল ফ্যানে পলল সরবরাহ করছে।
-
বেঙ্গল ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা, যার গভীরতম স্থান প্রায় ১৩৫০ মিটার।
-
এই সাবমেরিন উপত্যকা বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা।

0
Updated: 3 days ago
জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা কোনটি?
Created: 2 weeks ago
A
ব্লু লাইন
B
পার্পল লাইন
C
সনেরা লাইন
D
ওডার-নেইস লাইন
বিশ্বের বিভিন্ন দেশে সীমারেখা বা আন্তর্জাতিক সীমানা নির্ধারণের জন্য বিভিন্ন নামে পরিচিত লাইন রয়েছে। এসব সীমারেখা ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যকার সীমানা।
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা।
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমারেখা।
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যকার সীমানা।
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা।
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা।
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের সীমারেখা।
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর সীমানা।

0
Updated: 2 weeks ago
The 'Radcliffe Line' is the border between which two countries?
Created: 3 days ago
A
Pakistan and India
B
Germany and France
C
Italy and France
D
India and China
বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সীমানা বা সীমারেখাগুলো তাদের ভূ-রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত।
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা।
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা।
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা।
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

0
Updated: 3 days ago
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
Created: 2 months ago
A
চীন ও রাশিয়া
B
চীন ও ভারত
C
ভারত ও পাকিস্তান
D
পাকিস্তান ও আফগানিস্তান
ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমানা নির্ধারণ করেছে।
আন্তর্জাতিক সীমারেখা:
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন,
- র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান,
- তিন বিঘা করিডোর: ভারত ও বাংলাদেশ,
- লাইন অব কন্ট্রোল (LOC ): ভারত ও পাকিস্তান,
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC ): ভারত ও চীন,
- ১০ ডিগ্রী চ্যানেল: আন্দামান ও নিকোবর,
- ১৬তম প্যারালাল: নামিবিয়া ও অ্যাঙ্গোলা,
- ১৭তম প্যারালাল: উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম,
- ২৪তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ৩৭তম প্যারালাল: ভারত ও মায়ানমার,
- ৩৮তম প্যারালাল: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া,
- ৪৯তম প্যারালাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা,
- ৮° চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ,
- ইংলিশ চ্যানেল: ইংল্যান্ড ও ফ্রান্স,
- ওডার-নাইসে লাইন: পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড,
- গ্রেট চ্যানেল: ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা,
- ডানকান প্যাসেজ: গ্রেট আন্দামান ও লিটন আন্দামান,
- ম্যাগিনট লাইন: জার্মানি ও ফ্রান্স,
- ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন,
- সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স,
- হিনডেন বার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ড।
উৎস: i) Britannica.
ii) WorldAtlas.

0
Updated: 2 months ago