Where is the source of the Padma River?
A
Manasarovar Lake
B
Lushai Hills
C
Gangotri Glacier
D
Himalayas
উত্তরের বিবরণ
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল তাদের ভৌগোলিক গঠন এবং পানি সরবরাহের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ।
-
পদ্মা নদী: উৎপত্তি গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে।
-
মেঘনা নদী: উৎপত্তি আসামের লুসাই পাহাড় থেকে।
-
যমুনা নদী: উৎপত্তি ব্রহ্মপুত্র নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।
-
কর্ণফুলী নদী: উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড় থেকে।
-
কর্তোয়া নদী: উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে।
-
সাঙ্গু নদী: উৎপত্তি মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে।
-
হালদা নদী: উৎপত্তি খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ থেকে।
-
মহানন্দা নদী: উৎপত্তি মহালড্রীম, দার্জিলিং থেকে।

0
Updated: 3 days ago
Which is the longest river in Bangladesh?
Created: 3 days ago
A
Jamuna
B
Padma
C
Meghna
D
Ichamati
বাংলাদেশের দীর্ঘতম নদীগুলো তাদের দৈর্ঘ্য, প্রবাহ এলাকা ও ভৌগোলিক গুরুত্বের জন্য পরিচিত।
-
দেশের দীর্ঘতম নদী:
-
নদীর নাম: পদ্মা
-
দৈর্ঘ্য: ৩৪১ কিলোমিটার
-
এটি তিন বিভাগের ১২টি জেলা অতিক্রম করে প্রবাহিত হয়।
-
প্রবেশ পথ: শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
-
পতনমুখ: মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)
-
-
দ্বিতীয় দীর্ঘতম নদী:
-
নদীর নাম: ইছামতি
-
দৈর্ঘ্য: ৩৩৪ কিলোমিটার
-
এটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত।
-
প্রবেশ পথ: (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)
-
পতনমুখ: রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)
-
-
তৃতীয় দীর্ঘতম নদী:
-
নদীর নাম: সাঙ্গু
-
দৈর্ঘ্য: ২৯৪ কিলোমিটার
-
এটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত।
-
প্রবেশ পথ: মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)
-
পতনমুখ: বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)
-

0
Updated: 3 days ago
পদ্মা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?
Created: 1 month ago
A
খুলনা
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বরিশাল
D
কুষ্টিয়া
• পদ্মা নদী পদ্মা নদী ভারত ও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। ভারতে একে গঙ্গা নামে ডাকা হয়, আর বাংলাদেশে এটি পদ্মা নামে পরিচিত। এর উৎসস্থান হলো ভারতের মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। পদ্মা নদী প্রথমে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে ও পরে রাজশাহী জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে কুষ্টিয়া জেলার উত্তর-পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় ১৪৪ কি.মি ভারত ও বাংলাদেশের সীমানা নির্দেশ করে। এরপর এটি গোয়ালন্দ অঞ্চলে এসে ব্রহ্মপুত্র নদীর প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়। পদ্মা নদী অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি।
• পদ্মা নদী
পদ্মা নদী ভারত ও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী।
ভারতে একে গঙ্গা নামে ডাকা হয়, আর বাংলাদেশে এটি পদ্মা নামে পরিচিত।
এর উৎসস্থান হলো ভারতের মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ।
পদ্মা নদী প্রথমে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে ও পরে রাজশাহী জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে কুষ্টিয়া জেলার উত্তর-পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় ১৪৪ কি.মি ভারত ও বাংলাদেশের সীমানা নির্দেশ করে।
এরপর এটি গোয়ালন্দ অঞ্চলে এসে ব্রহ্মপুত্র নদীর প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়।
পদ্মা নদী অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি।

0
Updated: 1 month ago