What is the Political maritime boundary of Bangladesh from the coast?
A
12 nautical miles
B
22 nautical miles
C
200 nautical miles
D
370 nautical miles
উত্তরের বিবরণ
বাংলাদেশের সমুদ্রসীমা তার উপকূলীয় এলাকার দৈর্ঘ্য, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ।
-
বঙ্গোপসাগরের উপকূলরেখা দৈর্ঘ্য প্রায় ৭১৬ কিলোমিটার।
-
বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা প্রায় ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিলোমিটার)।
-
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিলোমিটার)।
-
নটিক্যাল মাইলের মান ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।

0
Updated: 3 days ago
UNESCO এর বর্তমান সহযোগী সদস্য দেশ কয়টি? (আগস্ট, ২০২৫)
Created: 1 month ago
A
১০ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (আগস্ট, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
"আইন হল সার্বভৌম শাসকের আদেশ" উক্তিটি কার?
Created: 3 weeks ago
A
এরিস্টটল
B
অধ্যাপক হল্যান্ড
C
জন অস্টিন
D
কফি আনান
আইন:
- আইন হল ফার্সী শব্দ যার অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
- আইন এর ইংরেজি প্রতিশব্দ "Law"। Law শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
- এরিস্টটল বলেন, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন"।
- অধ্যাপক হল্যান্ড এর মতে আইন হচ্ছে, "সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।"
- জন অস্টিন বলেন, "আইন হল সার্বভৌম শাসকের আদেশ"।
- সুতারং আইন হল মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে সকল বিধিনিষেধ প্রণয়ন করে সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।

0
Updated: 3 weeks ago
Which was recognized as the 22nd state of India in 1975?
Created: 1 month ago
A
Mizoram
B
Manipur
C
Sikkim
D
Nagaland
সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- সিকিমের রাজধানী গ্যাংটক।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 month ago