Where is the antipodal point of Dhaka located?
A
Arctic Ocean
B
Indian Ocean
C
Pacific Ocean
D
Atlantic Ocean
উত্তরের বিবরণ
পৃথিবীর প্রতিপাদ স্থান হল কোনো বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত স্থান, যা ভৌগোলিক অবস্থান ও সমান্তরাল রেখার মাধ্যমে নির্ধারণ করা হয়।
-
কোনো বিন্দুর প্রতিপাদ স্থান বলতে সেই বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত পৃথিবীর পৃষ্ঠের স্থানকে বোঝায়।
-
উদাহরণস্বরূপ, ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার চিলি অঞ্চলের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
-
প্রতিপাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীতে অবস্থান করে।
-
প্রতিপাদ স্থান নির্ণয়ের পদ্ধতি: পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা বিপরীত দিকে টানা হলে, সেই রেখা যেখানে পৃথিবীর পৃষ্ঠে মিলিত হয়, সেটি ওই বিন্দুর প্রতিপাদ স্থান।
-
প্রতিপাদ স্থানদ্বয়ের অক্ষাংশ একই, তবে এরা বিপরীত গোলার্ধে অবস্থিত।
-
এই দুই স্থান একই অক্ষাংশে থাকলেও তাদের দ্রাঘিমা ১৮০° পার্থক্যযুক্ত।

0
Updated: 3 days ago
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবে বাংলাদেশে ফিরিয়ে এনে পুনঃ সমাহিত করা হয়?
Created: 1 week ago
A
২০০৫ সালে
B
২০০৬ সালে
C
২০০৭ সালে
D
২০০৮ সালে
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
-
সর্বকনিষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ
-
জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৩, ঝিনাইদহ জেলার খালিশপুর গ্রাম
-
পেশা: সেনাবাহিনী
-
মুক্তিযুদ্ধ: ৪নং সেক্টরের অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
-
পদবী: সিপাহী (১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)
শাহাদাত:
-
২৮ অক্টোবর ১৯৭১, ধলই আক্রমণে সহযোদ্ধাদের জীবন রক্ষার্থে শত্রুর বাঙ্কার ধ্বংসের সময় শত্রুর মেশিনগান বাস্টের আঘাতে শহীদ হন।
-
মৃতদেহ উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন আমবাসা গ্রামে দাফন করা হয়।
-
স্বাধীন বাংলাদেশ সরকার তাকে বীরত্বের স্বীকৃতি হিসেবে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
-
শাহাদাতের ৩৬ বছর পর, ১১ ডিসেম্বর ২০০৭, বাংলাদেশ সরকারের উদ্যোগে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় সম্মানে পুনঃসমাহিত করা হয়।

0
Updated: 1 week ago
বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন কে ছিলেন?
Created: 2 weeks ago
A
ড. আনিসুজ্জামান
B
ড. মনিরুজ্জামান মিয়া
C
ড. কুদরত-ই-খুদা
D
ড. রঙ্গলাল সেন
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ১৯৭২ সালে গঠিত হয় এবং দেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালের ২৬ জুলাই, জাতীয় শিক্ষা কমিশন গঠিত।
-
চেয়ারম্যান: বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদা।
-
নাম: চেয়ারম্যানের নামানুসারে কমিশনকে কুদরাত-ই-খুদা কমিশন হিসেবেও পরিচিত।
-
কার্যপদ্ধতি:
-
শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের মতামত সংগ্রহ করা।
-
সংগৃহীত মতামত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা।
-
প্রণীত রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস ও উন্নতির সুপারিশ প্রদান।
-
-
রিপোর্ট জমা: কমিশন ১৯৭৪ সালের ৩০ মে সরকারের নিকট রিপোর্ট পেশ করে।

0
Updated: 1 week ago
নিচের কোন দেশটি ই-৮ (E-8) ভুক্ত নয়?
Created: 3 days ago
A
ভারত
B
জাপান
C
অস্ট্রেলিয়া
D
ব্রাজিল
ই-৮ (E-8) হলো বিশ্বের প্রধান পরিবেশ দূষণকারী আটটি দেশের সমিতি, যা বৈশ্বিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে একত্রিত হয়েছে। এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী, এবং এ কারণে তারা পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন আইন ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• ই-৮-এর অন্তর্ভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
• ই-৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণ কমাতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে।
• এ দেশগুলোর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
• এই সমিতির সদস্যরা বিশ্বের কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অন্যতম প্রধান উৎস, যা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন।
• উল্লেখ্য, অস্ট্রেলিয়া ই-৮-এর অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 3 days ago