Which is the westernmost upazila of Bangladesh?
A
Akhainthong
B
Shibganj
C
Manakosa
D
Thanchi
উত্তরের বিবরণ
বাংলাদেশের ভৌগোলিক সীমা ও অবস্থান অনুযায়ী দেশের সর্বাধিক উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণের স্থান, উপজেলা ও জেলা নিম্নরূপ:
-
সর্ব উত্তর:
-
সর্ব উত্তরের স্থান: বাংলাবান্ধা
-
সর্ব উত্তরের উপজেলা: তেঁতুলিয়া
-
সর্ব উত্তরের জেলা: পঞ্চগড়
-
-
সর্ব পূর্ব:
-
সর্ব পূর্বের স্থান: আখাইনঠং
-
সর্ব পূর্বের উপজেলা: থানচি
-
সর্ব পূর্বের জেলা: বান্দরবান
-
-
সর্ব পশ্চিম:
-
সর্ব পশ্চিমের স্থান: মনকশা
-
সর্ব পশ্চিমের উপজেলা: শিবগঞ্জ
-
সর্ব পশ্চিমের জেলা: চাঁপাইনবাবগঞ্জ
-
-
সর্ব দক্ষিণ:
-
সর্ব দক্ষিণের স্থান: ছেড়াদ্বীপ
-
সর্ব দক্ষিণের উপজেলা: টেকনাফ
-
সর্ব দক্ষিণের জেলা: কক্সবাজার
-

0
Updated: 3 days ago
Who was the founder of British rule in the Indian subcontinent?
Created: 2 weeks ago
A
Robert Clive
B
William Bentinck
C
Warren Hastings
D
Lord Cornwallis
রবার্ট ক্লাইভ উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং ব্রিটিশ শাসনের ইতিহাসে তার স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তরুণ বয়সে তিনি মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি গ্রহণ করে, নিজস্ব কর্ম প্রচেষ্টার মাধ্যমে উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।
-
১৭৬৫ খ্রিস্টাব্দে, রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে এবং দ্বৈত শাসন প্রবর্তন করে।
-
রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্ত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তার অবদান অস্বীকারযোগ্য নয়।
-
উপমহাদেশের ইতিহাসে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয়।
-
তার কার্যক্রম তিনটি পর্যায়ে বিভক্ত:
১. প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
২. দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন।
৩. তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
Created: 2 weeks ago
A
শাপলা
B
যমুনা
C
দোয়েল
D
এসার
বাংলাদেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ দেশের প্রযুক্তি ও উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
-
উদ্বোধন: ২০১১ সালের ১১ অক্টোবর
-
ল্যাপটপের মাদারবোর্ডসহ প্রায় ৬০% যন্ত্রাংশ দেশের মাটিতে তৈরি।
-
উৎপাদন প্রতিষ্ঠান: টেশিস কোম্পানি, যাত্রা শুরু ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে।
-
কম্পিউটারের ব্যবহার বাংলাদেশে শুরু হয় ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে।
-
IBM 1620 ছিল একটি মেইনফ্রেইম কম্পিউটার।
-
স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে, যা বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র নামে পরিচিত।
-
কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত।

0
Updated: 1 week ago
বাংলাদেশে দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে 'অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি' সম্পাদন করে? (আগস্ট-২০২৫)
Created: 1 week ago
A
পাকিস্তান
B
ভারত
C
নেপাল
D
ভুটান
Preferential Trade Agreement (PTA) হলো বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, যা আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত। এটি মূলত মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) পূর্ব ধাপ হিসেবে কাজ করে।
-
বাংলাদেশের সঙ্গে PTA সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হলো ভুটান।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ৬ ডিসেম্বর, ২০২০ তারিখে।
-
এটি সম্পূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নয়, বরং FTA-র আগের ধাপ বা আংশিক FTA।
-
চুক্তির আওতায় বাংলাদেশ ভুটানে ১০০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।
-
অন্যদিকে ভুটান বাংলাদেশে ৩৪টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।

0
Updated: 1 week ago