Which of the following is the largest border in the world between two countries?
A
Brazil and Argentina
B
Russia and China
C
United States and Canada
D
India and Bangladesh
উত্তরের বিবরণ
পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে, যা তার বিশাল দৈর্ঘ্য এবং আন্তর্জাতিক গুরুত্বের জন্য পরিচিত।
-
যুক্তরাষ্ট্র ও কানাডার স্থল সীমান্তের দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।
-
দ্বিতীয় দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত হলো কাজাখস্তান ও রাশিয়ার, যার দৈর্ঘ্য ৭,৬৪৪ কিলোমিটার।
-
তৃতীয় দীর্ঘতম সীমান্ত আর্জেন্টিনা ও চিলির, দৈর্ঘ্য ৬,৬৯১ কিলোমিটার।
-
চতুর্থ দীর্ঘতম সীমান্ত চীন ও মঙ্গোলিয়ার, দৈর্ঘ্য ৪,৬৩০ কিলোমিটার।
-
পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত ভারত ও বাংলাদেশের, দৈর্ঘ্য ৪,১৪২ কিলোমিটার।

0
Updated: 3 days ago
'তাহরিক ই মুহম্মদীয়া' আন্দোলনের নেতৃত্ব দেন কে?
Created: 1 week ago
A
হাজী শরিয়ত উল্লাহ
B
দুদু মিয়া
C
টিপু সুলতান
D
তিতুমীর
তিতুমীর ছিলেন বাংলার প্রতিরোধ আন্দোলনের একজন প্রভাবশালী নেতা, যিনি পশ্চিমবঙ্গে ইসলামী সংস্কার আন্দোলন তথা তাহরিক ই মুহম্মদীয়া–কে শক্তিশালী রূপে পরিচালনা করেন। তার নেতৃত্বে স্থানীয় জনগণ উপনিবেশী শোষণের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়।
-
মীর নিসার আলী বা তিতুমীর জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে।
-
উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের জোয়ার বইছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে তাহরিক ই মুহম্মদীয়া প্রবল আকার ধারণ করে।
-
ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
-
তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
-
১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিনি তার প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাসখ্যাত বাঁশের কেল্লা।
-
একই বছর ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে একটি বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে, যা মেজর স্কটের নেতৃত্বে নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।
-
এই যুদ্ধে তিতুমীর নিহত হন।

0
Updated: 1 week ago
How many districts in Bangladesh have borders with India?
Created: 3 days ago
A
30
B
31
C
32
D
33
বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অনুযায়ী এটি দুটি দেশের সঙ্গে সীমান্ত সংযোগযুক্ত, যা দেশটির ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বাড়ায়।
-
বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে ভারত ও মিয়ানমার এর সঙ্গে।
-
দেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২টি।
-
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩০টি, এবং এই সীমান্ত সংযোগ রয়েছে ভারতের ৫টি রাজ্যের সঙ্গে।
-
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩টি।
-
রাঙ্গামাটি জেলাতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের তিন দেশের যৌথ সীমান্ত দেখা যায়।

0
Updated: 3 days ago
নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান রয়েছে কোন দেশে?
Created: 1 month ago
A
কলম্বিয়া
B
ব্রুনাই
C
ফিলিপাইন
D
উপড়ের সবগুলো
নিরক্ষীয় জলবায়ু:
- পৃথিবীর জলবায়ুর পাথর্য্যের জন্য সূর্যের অবস্থান একটি বড় নিয়ামক হিসেবে কাজ করে।
- কারণ তাপমাত্রা প্রাপ্তির ধরনের উপর আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতির পার্থক্য তৈরি হয়।
- নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান বলে একে বলা হয় নিরক্ষীয় জলবায়ু।
অবস্থান ও দেশসমূহ:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫০ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
- সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়।
- কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০০ অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।
- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।
- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন- মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

0
Updated: 1 month ago