How many major physiographic regions are there in Bangladesh?

A

3

B

4

C

5

D

6

উত্তরের বিবরণ

img

বাংলাদেশ একটি বৃহৎ নদীবিধৌত ব-দ্বীপ, যার ভৌগোলিক গঠন উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে বিস্তৃত। দেশের প্রায় সব এলাকা নদীবিধৌত পলল দ্বারা গঠিত সমভূমি, যা প্রায় ১৮-২২ কিলোমিটার পুরু। বাংলাদেশের ভূ-প্রকৃতি তার বৈচিত্র্যের উপর ভিত্তি করে তিনটি ভাগে বিভক্ত করা যায়: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

  • টারশিয়ারি যুগের পাহাড়সমূহ

    • টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্ট পাহাড়গুলোকে এই নামে পরিচিত।

    • এই যুগের সময়কাল প্রায় ২০ লক্ষ বছর পূর্বে

    • রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়সমূহ এই যুগের।

    • এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলা হয়।

    • টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।

    • এগুলোকে দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চল হিসেবে দুইভাগে ভাগ করা যায়।

  • প্লাইস্টোসিনকালের সোপানসমূহ

    • প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়।

    • মাটির রঙ লাল ও ধূসর।

    • দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।

    • ধারণা করা হয় যে এই উচ্চভূমিগুলো প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছে।

  • সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

    • টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত দেশের সমগ্র এলাকা সাম্প্রতিককালের পলি দ্বারা গঠিত।

    • এই প্লাবন সমভূমির বয়স ১২,০০০ বছরের কম

    • পদ্মা, মেঘনা, যমুনা সহ অসংখ্য উপনদী এবং শাখানদী সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে।

    • বন্যার সঙ্গে বাহিত পলিমাটি জমে এই সমভূমি সৃষ্টি হয়েছে।

    • আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার

    • অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হলো বিস্তীর্ণ জলাভূমি ও নিম্নভূমি, যা স্থানীয়ভাবে বিল, ঝিল ও হাওড় নামে পরিচিত।

    • উল্লেখযোগ্য বিল ও হাওড়: রাজশাহীর চলনবিল, ঢাকার আড়িয়াল বিল, গোপালগঞ্জের বিল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ ও শেরপুর জেলার হাওড় ও বিল।

    • মেঘনা নদীর মোহনায় অবস্থিত প্রধান দ্বীপগুলো: হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর ও ভোলা। এছাড়া দক্ষিণ উপকূলে আরও ছোট দ্বীপ রয়েছে।

Unfavorite

0

Updated: 3 days ago

Related MCQ

 দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?


Created: 1 week ago

A

ওয়ারেন হেস্টিংস


B

লর্ড বেন্টিংক


C

রবার্ট ক্লাইভ


D

লর্ড ডালহৌসি


Unfavorite

0

Updated: 1 week ago

সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয়?

Created: 2 weeks ago

A

১৩৭ অনুচ্ছেদ 

B

১৩৮ অনুচ্ছেদ 

C

১১১ অনুচ্ছেদ

D

১৩৯ অনুচ্ছেদ

Unfavorite

0

Updated: 1 week ago

আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে কী নামে অভিহিত করা হয়?

Created: 3 days ago

A

টর্নেডো

B

টাইফুন

C

সাইক্লোন

D

হারিকেন

Unfavorite

0

Updated: 3 days ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD