Where is the Great Barrier Reef located?
A
South Africa
B
Greenland
C
Indonesia
D
Australia
উত্তরের বিবরণ
গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর ব্যবস্থা, যা তার বিস্তৃত এলাকা, জটিল গঠন এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত।
-
গ্রেট ব্যারিয়ার রিফ উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের তীরে প্রবাল সাগরে অবস্থিত।
-
এর বিস্তৃতি প্রায় ৩৪৪,৪০০ বর্গকিমি।
-
এটি ২,৯০০টিরও বেশি পৃথক রিফ সিস্টেম, ৭৬০টি ফ্রেঞ্জ রিফ, ৩০০টি প্রবাল রশ্মি এবং ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।
-
প্রাচীনকাল থেকে এটি অস্ট্রেলিয়ান আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীদের জন্য ব্যবহারিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করেছে।

0
Updated: 3 days ago
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর রয়েছে?
Created: 3 weeks ago
A
আটলান্টিক মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
দক্ষিণ মহাসাগর
D
ভারত মহাসাগর
এন্টার্কটিকা (Antarctica):
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন :১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি; পঞ্চম বৃহত্তম।
- এটি ৯০° দক্ষিণ মেরুরেখা থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি। এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

0
Updated: 3 weeks ago
কোনটি একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
Created: 3 days ago
A
রংধনু
B
গ্রিনপিস
C
রেইনপিস
D
নার্কস
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, যা বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণ, পারমাণবিক অস্ত্রের বিরোধিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের প্রচারে কাজ করে। এটি মূলত পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে প্রভাব ফেলতে সক্রিয় ভূমিকা পালন করে।
• গ্রিনপিস (Greenpeace) হলো নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
• সংগঠনটি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কার আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা প্রতিরোধের আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
• প্রতিষ্ঠার বছর: ১৯৭১ সাল।
• প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
• সদস্যসংগঠন: বিশ্বের ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন এতে যুক্ত।
• কার্যক্রমের বিস্তৃতি: বর্তমানে গ্রিনপিস ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

0
Updated: 3 days ago
সার্বিয়ার রাজধানী-
Created: 1 week ago
A
ব্রানিসেভা
B
বেলগ্রেড
C
মিত্রোভিকা
D
পিসিনজা
সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি পৃথিবীর উত্তর ও পূর্ব উভয় গোলার্ধে অবস্থান করছে এবং ভূ-রাজনৈতিকভাবে বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযুক্ত। দেশের রাজধানী ও বৃহত্তম শহর হলো বেলগ্রেড, এবং সরকারি ভাষা হলো সার্বিয়ান, যা দেশের জনসংখ্যার প্রায় ৮৮% মানুষের মাতৃভাষা।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ইউরোপ, বলকান উপদ্বীপ
-
গোলার্ধ: উত্তর ও পূর্ব
-
সীমান্তবর্তী দেশসমূহ: ৮টি দেশ দ্বারা বেষ্টিত
-
রাজধানী ও বৃহত্তম শহর: বেলগ্রেড
-
সরকারী ভাষা: সার্বিয়ান
-
জনসংখ্যার মাতৃভাষা: প্রায় ৮৮% মানুষ সার্বিয়ান ভাষাভাষী

0
Updated: 1 week ago