বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
A
সেন্টমার্টিন
B
লালপুর
C
হিলি
D
লালমোহন
উত্তরের বিবরণ
সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি বঙ্গোপসাগরের উত্তরে, কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থান করছে।
দ্বীপটিতে প্রচুর নারিকেল থাকায় স্থানীয়রা এটিকে ‘নারিকেল জিঞ্জিরা’ নামেও ডাকে। দ্বীপের অবস্থান ২০°৩৪´ থেকে ২০°৩৯´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১৮´ থেকে ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে।
সেন্টমার্টিন বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হিসেবে পরিচিত, যা কক্সবাজার জেলার আওতাধীন।
আয়তন নিয়ে বিভিন্ন তথ্য
-
টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গকিলোমিটার।
-
কক্সবাজার জেলা ওয়েবসাইট বলছে, দ্বীপটির আয়তন প্রায় ৮ বর্গকিলোমিটার এবং এটি উত্তর থেকে দক্ষিণে লম্বা।
-
সময় নিউজের রিপোর্টে দ্বীপটির দৈর্ঘ্য ৭.৩ কিলোমিটার ও আয়তন প্রায় ৮ বর্গকিলোমিটার উল্লেখ আছে।
-
দৈনিক প্রথম আলোতে বলা হয়েছে সরকারি তথ্য অনুসারে আয়তন ১৩ বর্গকিলোমিটার, তবে গবেষণায় এটি ৮ বর্গকিলোমিটার।
সিদ্ধান্ত
উপরোক্ত তথ্য থেকে দেখা যায় সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গকিলোমিটার বলে ধরে নেয়া যেতে পারে।
তুলনামূলক আয়তন
-
লালপুর ইউনিয়নের আয়তন প্রায় ৫০ বর্গকিলোমিটার (১২,৪৯০ একর)।
-
দিনাজপুরের হিলি পৌরসভার আয়তন ১৬.২০ বর্গকিলোমিটার।
-
লালমোহন ইউনিয়নের আয়তন প্রায় ১৫ বর্গকিলোমিটার (১৫১২ হেক্টর বা ৩৭৩৬ একর)।
এ অনুযায়ী, সেন্টমার্টিনই বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন।
সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট, কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ, দৈনিক প্রথম আলো।
0
Updated: 3 months ago
ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের আসনের অনুপাত কত?
Created: 1 month ago
A
৩:৪
B
২:৩
C
৩:১
D
৪:১
বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ, যা গ্রামীণ এলাকার উন্নয়ন ও শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে।
-
ইউনিয়ন পরিষদের ভিত্তি ১৮৭০ সালে “গ্রাম চৌকিদারী আইন” প্রবর্তনের মাধ্যমে রচিত হয়।
-
পরবর্তী সময়ে:
-
১৯১৯ সালে ইউনিয়ন বোর্ড,
-
১৯৫৯ সালে ইউনিয়ন কাউন্সিল,
-
১৯৭২ সালে ইউনিয়ন পরিষদ হিসেবে রূপান্তরিত হয়।
-
-
১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের কাঠামোগত পরিবর্তন করা হয়।
-
প্রতিটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত।
-
বর্তমান আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন ব্যক্তি থাকবেন:
-
১ জন চেয়ারম্যান,
-
১২ জন সদস্য, যার মধ্যে ৯ জন সাধারণ আসনের এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের।
-
-
প্রতি তিন ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হন, অর্থাৎ সাধারণ ও সংরক্ষিত আসনের অনুপাত ৩:১।
-
ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর, এবং সদস্যদের দুই-তৃতীয়াংশের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্যান্য সদস্য অপসারণ করা যেতে পারে।
-
এছাড়া ইউনিয়ন পরিষদের সাপ্তাহিক কাজ সম্পাদনের জন্য একজন সচিব রয়েছেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা এবং শাসন ব্যবস্থার দায়িত্বশীলতার জবাবদিহিতা নিশ্চিত করা।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
Created: 3 months ago
A
সেন্টমার্টিন
B
সাতগ্রাম
C
মুজিবনগর
D
চৌদ্দগ্রাম
সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি প্রবাল দ্বীপ, যা বঙ্গোপসাগরের উত্তর-পুর্ব দিকে রয়েছে। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে, নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটিতে প্রচুর নারিকেল থাকায় স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকে।
সেন্টমার্টিন দ্বীপের অবস্থান ৯২°১৮´ থেকে ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ থেকে ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে।
সরকারি তথ্য অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার এবং এটি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত লম্বা। সময় নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ৭.৩ কিলোমিটার এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার।
এ থেকে স্পষ্ট যে, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন।
অন্য কয়েকটি ইউনিয়নের আয়তন
-
সাতগ্রাম (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার): আয়তন ৩২.৮২ বর্গ কিলোমিটার (১২.৬৭ বর্গ মাইল)।
-
মুজিবনগর ইউনিয়ন: আয়তন ৩০ বর্গ মাইল।
-
চৌদ্দগ্রাম পৌরসভা: আয়তন ১৮.১০ বর্গ কিলোমিটার।
এত বড় আয়তনের অন্য ইউনিয়নের সাথে তুলনা করলে, সেন্টমার্টিনই বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন।
সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট, কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ, দৈনিক প্রথম আলো।
0
Updated: 3 months ago
ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা -
Created: 1 month ago
A
১ জন
B
২ জন
C
৩ জন
D
৪ জন
একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় মোট ১৩ জন সদস্য নিয়ে এবং এটি পরিচালিত হয় স্থানীয় প্রশাসনের জন্য। একটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত থাকে।
ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি:
-
চেয়ারম্যান: ১ জন, সরাসরি ভোটে নির্বাচিত।
-
নির্বাচিত সদস্য: ৯ জন, প্রতিটি ওয়ার্ড থেকে একজন।
-
সংরক্ষিত মহিলা সদস্য: ৩ জন, প্রতি তিন ওয়ার্ড থেকে একজন করে নির্বাচিত।
-
কার্যালয় সচিব: প্রশাসনিক কাজের জন্য একজন নিয়োগপ্রাপ্ত।
-
মেয়াদ: ৫ বছর।
-
অপসারণ: সদস্যদের দুই-তৃতীয়াংশ অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান বা অন্যান্য সদস্যদের অপসারণ সম্ভব।
-
ইউনিয়ন পরিষদের সকল সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন।
0
Updated: 1 month ago