পাঙ্গন জাতিসত্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
A
সাঁওতাল
B
খাসিয়া
C
রাখাইন
D
মণিপুরী
উত্তরের বিবরণ
পাঙ্গন জাতিসত্তা:
-
পাঙ্গন বা পাঙাল মূলত মণিপুরি মুসলিম জনগোষ্ঠী এবং বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে পরিচিত।
-
সপ্তদশ শতকের প্রথম দিকে খাজা ওসমানের সৈন্যাধ্যক্ষ মোহাম্মদ সানী মণিপুরে অভিযান চালানোর পর তাদের একটি দল স্থায়ীভাবে সেখানে বসতি স্থাপন করে।
-
পরবর্তীতে মোগল শাসক মীর জুমলা আসামের আক্রমণে বিপর্যস্ত হলে ঐ সৈন্যবাহিনীর অনেকে মণিপুরে আশ্রয় নেয়।
-
তারা মণিপুরের স্থানীয় অধিবাসীদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এবং ইসলাম ধর্ম প্রচার করে।
-
মণিপুরের মুসলমান জনগোষ্ঠীকেই পাঙ্গান নামে অভিহিত করা হয়।
-
পাঙ্গানরা মেইতেইলোন ভাষায় কথা বলে, যা টিবেটো-বার্মান শাখার কুকি-চিন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
-
তারা সবাই সুন্নী মুসলিম এবং সাধারণত নিজ সম্প্রদায়ের মধ্যেই বিবাহ সম্পন্ন করে।
-
বর্তমান সময়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ অংশে এদের সংখ্যা সবচেয়ে বেশি।

0
Updated: 3 days ago
বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি?
Created: 1 month ago
A
মারমা
B
তঞ্চঙ্গ্যা
C
চাকমা
D
গারো
চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত।
• চাকমা নৃগোষ্ঠী:
-
চাকমা বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চল তাদের প্রধান বসতি।
-
এখানে তারা আরও কয়েকটি ভিন্ন আদিবাসী গোষ্ঠীর সঙ্গে মিশ্রিত হয়ে বসবাস করে।
-
চাকমাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট উপাত্ত পাওয়া যায় না।
-
ধারণা করা হয়, ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও চাকমাদের কিছু বসতি রয়েছে।
-
ছোট ছোট দলে অনেক চাকমা অন্যান্য দেশেও বসতি স্থাপন করেছে।
-
কর্ণফুলি নদীর তীর বরাবরও চাকমাদের বসতি ছিল।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন জেলায় 'ওরাওঁ' নৃগোষ্ঠী বসবাস করে না?
Created: 1 month ago
A
রাজশাহী
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বান্দরবান
D
নওগাঁ
বান্দরবানে ‘ওরাওঁ’ নৃগোষ্ঠী বসবাস করে না।
• ওরাওঁ নৃগোষ্ঠী:
-
ওরাওঁ বাংলাদেশের একটি আদিবাসী নৃগোষ্ঠী। তাদের প্রধান বসবাস বরেন্দ্র অঞ্চলে।
-
বরেন্দ্র অঞ্চল বলতে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো বোঝানো হয়—যেমন: রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধা।
-
এছাড়া তারা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন গ্রামেও বসবাস করে।
-
সময়ের সঙ্গে সঙ্গে ওরাওঁ জনগোষ্ঠী দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
-
বর্তমানে গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
লুসাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মৃত আত্মাদের স্মরণে কোন ধর্মীয় উৎসব পালন করা হয়?
Created: 2 weeks ago
A
চাপচারকূত
B
মীমতূত
C
পলকূত
D
তিলতূত
লুসাই একটি নৃ-গোষ্ঠী যাদের উৎস বার্মা হিসেবে মনে করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশধর হিসেবে পরিচয় দেয় এবং বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ও ভারতের মিজোরামে বসবাস করে। বর্তমানে লুসাই জনগোষ্ঠীর সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি তারা বছরে তিনটি প্রধান উৎসব পালন করে।
-
লুসাই নৃ-গোষ্ঠীর উৎপত্তি বার্মা থেকে হয়েছে বলে ধারণা করা হয়।
-
নিজেদেরকে মঙ্গোলীয় বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরামে লুসাইদের বসবাস রয়েছে।
-
বর্তমান লুসাই জনগোষ্ঠীর সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
তারা ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও বছরে তিনটি প্রধান উৎসব পালন করে:
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে উৎসব
-
পলকূত – শস্য কাটার উৎসব
-

0
Updated: 2 weeks ago