খাসিয়া নৃগোষ্ঠী কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
A
দ্রাবিড়
B
আর্য
C
কুকি-চিন
D
মঙ্গোলীয়
উত্তরের বিবরণ
খাসিয়া:
-
খাসিয়া ও গারো বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী
-
এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত
-
শারীরিক বৈশিষ্ট্য: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট, খর্বকায়
-
প্রায় পাঁচ শতাব্দী আগে আসাম থেকে বাংলাদেশে আসেন
-
খাসিয়াদের গ্রামকে পুঞ্জি বলা হয় এবং পুঞ্জিপ্রধানকে সিয়েম বলা হয়
-
বাংলাদেশে তাদের আবাস উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায়
-
ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশেও বসবাস করে
-
বর্তমানে শতকরা ৮০-৯০ ভাগ খাসিয়া খ্রিষ্টান ধর্মের অনুসারী

0
Updated: 3 days ago
খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
Created: 1 week ago
A
পাড়া
B
পুঞ্জি
C
মৌজা
D
মাহাতো
খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের শারীরিক বৈশিষ্ট্য, সামাজিক কাঠামো ও ধর্মীয় জীবন তাদের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত।
-
জাতিগত শ্রেণি: মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্য: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, ছোট টানা কালো চোখ, খর্বকায়।
-
অভিবাসন: প্রায় পাঁচ শতাব্দী আগে আসাম থেকে বাংলাদেশে আগমন।
-
গ্রাম ও নেতৃত্ব: গ্রামের নাম পুঞ্জি, পুঞ্জিপ্রধানকে সিয়েম বলা হয়।
-
বাংলাদেশে বসতি: উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
-
ভারতে বসতি: মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশ।
-
ধর্ম: বর্তমান শতকরা ৮০-৯০ ভাগ খাসিয়া খ্রিস্টান।

0
Updated: 1 week ago
নিম্নের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে?
Created: 2 weeks ago
A
চাকমা
B
মারমা
C
খাসিয়া
D
হাজং
মাতৃতান্ত্রিক সমাজ হলো এমন সমাজ যেখানে পরিবারের দায়িত্ব একজন নারীর উপর নির্ভর করে এবং বংশের ধারাও মায়ের দিক থেকে নির্ধারিত হয়।
-
মায়ের পরিবার থেকেই উত্তরাধিকার ও বংশ-পদবি নির্ধারিত হয়।
-
বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের খাসিয়া ও গারো নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে।
-
অন্যদিকে, চাকমা, হাজং এবং মারমা সমাজ পিতৃতান্ত্রিক।

0
Updated: 2 weeks ago
খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
Created: 1 month ago
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
খাসিয়া জাতি
-
বর্ণনা: খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
উৎপত্তি: মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
আদি নিবাস: সুনামগঞ্জ জেলা, উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল।
-
বর্তমান বিস্তার: সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানা।
-
সামাজিক কাঠামো: খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে এবং পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
-
ধর্ম: বর্তমানে ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান। প্রায় প্রতিটি পুঞ্জিতে গির্জা রয়েছে।
-
উৎসব: প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম, যা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago