Which is the opposite of 'Ubiquitous'?
A
Rare
B
Endgame
C
Culinary
D
Unsophisticated
উত্তরের বিবরণ
The opposite of Ubiquitous is Rare, কারণ ubiquitous মানে “একই সময়ে সর্বত্র উপস্থিত বা সর্বব্যাপী” এবং rare মানে “দুর্লভ; অস্বাভাবিক; সচরাচর দেখা যায় না”।
-
Ubiquitous – একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী; ইংরেজি অর্থ: existing or being everywhere at the same time : constantly encountered : widespread.
-
Rare – দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ; ইংরেজি অর্থ: seldom occurring or found : uncommon.
-
Other options:
-
Endgame – শেষ খেলা; ইংরেজি অর্থ: the last stage of a process, especially one involving discussion.
-
Culinary – রান্নাঘর বা রান্নাবান্নাসম্পর্কিত; ইংরেজি অর্থ: of or relating to the kitchen or cookery.
-
Unsophisticated – সহজসরল, ছলাকলাহীন; ইংরেজি অর্থ: not changed or corrupted : genuine.
-
Wage – বেতন, মজুরি; ইংরেজি অর্থ: a payment usually of money for labor or services, usually according to contract and on an hourly, daily, or piecework basis.
-

0
Updated: 3 days ago
'Cynical' (antonym)
Created: 1 month ago
A
Pessimistic
B
Gullible
C
Equivocal
D
Liberal
Cynical (adjective)
-
অর্থ: নৈরাশ্যবাদী মনোভাবসম্পন্ন বা অন্যের ভালো কাজেও সন্দেহ খোঁজে।
Cynical-এর বিপরীতার্থক শব্দ (Antonyms): Gullible, Optimistic, Credulous ইত্যাদি।
Cynical-এর সমার্থক শব্দ (Synonyms): Pessimistic, Bitter, Distrustful, Skeptical, Suspicious, Disillusioned ইত্যাদি।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ
ক) Pessimistic (adjective) – হতাশাপ্রবণ; সবকিছুতে খারাপ দিক দেখতে অভ্যস্ত।
খ) Gullible (adjective) – সহজে বিশ্বাসপ্রবণ বা প্রতারণাযোগ্য।
গ) Equivocal (adjective) – দ্ব্যর্থবোধক, অস্পষ্ট বা সন্দেহজনক।
ঘ) Liberal (adjective) – উদার, দানশীল, মুক্তমনা।
বিশ্লেষণ
অর্থের দিক থেকে দেখা যায়—
-
Cynical মানে নৈরাশ্যবাদী বা সন্দেহপ্রবণ।
-
এর বিপরীতে Gullible মানে অত্যন্ত সহজে বিশ্বাস করে ফেলে।
অতএব, এখানে সঠিক বিপরীতার্থক শব্দ হলো Gullible। ✅
Source: Oxford Learner’s Dictionary এবং Accessible Dictionary (Bangla Academy)

0
Updated: 1 month ago
What is the antonym of the word 'Insouciance'?
Created: 3 weeks ago
A
Composure
B
Interest
C
Nonchalance
D
Anarchy
The word 'Insouciance' means a casual lack of concern or indifference, often expressed as lighthearted unconcern or nonchalance. Its Bangla অর্থ হলো নিরুদ্বেগ, ঔদাসীন্য, নির্লিপ্ততা বা নিরাসক্তি। দেওয়া অপশনগুলোর মধ্যে অর্থ বিবেচনা করলে দেখা যায় যে এর বিপরীতার্থক শব্দ হলো আগ্রহ বা Interest।
-
Insouciance (Noun)
-
English Meaning: lighthearted unconcern; nonchalance; casual lack of concern; indifference.
-
Bangla Meaning: নিরুদ্বেগ; ঔদাসীন্য; নির্লিপ্ততা; নিরাসক্তি।
-
-
Given options:
-
ক) Composure – শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
খ) Interest – আগ্রহ; আকর্ষণ; আসক্তি; অনুরাগ; স্পৃহা; যে গুণ কৌতূহল বা মনোযোগ উদ্দীপ্ত করে
-
গ) Nonchalance – নির্লিপ্ততা; ঔদাসীন্য
-
ঘ) Anarchy – নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা
-
-
Conclusion: অর্থ বিবেচনা করে বলা যায় যে Insouciance এর বিপরীতার্থক শব্দ হলো Interest।

0
Updated: 3 weeks ago
An antonym of 'Disabuse' is:
Created: 3 weeks ago
A
Effrontery
B
Disillusion
C
Misguide
D
Prodigal
Disabuse একটি Verb (Transitive)। এটি এমন একটি ক্রিয়া যা কাউকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে সঠিক ধারণায় স্থিত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ, ভুল বিশ্বাস বা ভ্রান্তি দূর করে সত্য উপলব্ধি করানো।
-
বাংলা অর্থ: ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা; কাউকে সঠিক ধারণায় স্থিত করা।
-
সমার্থক শব্দ: Disillusion (মোহমুক্ত করা), Undeceive (ছলানামুক্ত করা), Disenchant (জাদু বা মোহ থেকে মুক্ত করা), Debunk (প্রকট করা), Enlighten (আলোকিত করা)।
-
বিপরীতার্থক শব্দ: Misguide (ভুলপথে চালিত করা), Misinform (বিভ্রান্ত করা), Mislead (বিভ্রান্ত/বিভ্রষ্ট করা)।
-
উদাহরণ বাক্য:
১. Of course, once I started doing the job, I was quickly disabused of any romantic ideas I had about it.
২. Let me disabuse you of your foolish notions about married life.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior.
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-
-
Prodigal (Adjective):
-
ইংরেজি অর্থ: Spending money or resources freely and recklessly; wastefully extravagant.
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-

0
Updated: 3 weeks ago