Choose the correct sentence:
A
She likes dancing, to swim, and running.
B
She likes to dance, swimming, and to run.
C
She likes dancing, swimming, and running.
D
She likes to dance, swim, and running.
উত্তরের বিবরণ
Correct answer হলো গ) She likes dancing, swimming, and running, কারণ এখানে verb গুলো একই grammatical form-এ (gerund) আছে, ফলে parallel structure ঠিক থাকে।
-
Parallelism: যখন একাধিক verb বা object তালিকাভুক্ত করা হয়, সেগুলো অবশ্যই একই grammatical form-এ থাকতে হবে।
-
Other options:
-
ক) dancing (gerund), to swim (infinitive), running (gerund) → mismatch।
-
খ) to dance (infinitive), swimming (gerund), to run (infinitive) → mismatch।
-
ঘ) to dance (infinitive), swim (base verb), running (gerund) → mismatch।
-
ঙ) to dancing (wrong form), to swim (correct infinitive), to running (wrong form) → incorrect।
-

0
Updated: 3 days ago
Meaning of "Tangible":
Created: 2 weeks ago
A
Abstract
B
Real and touchable
C
Invisible
D
Imaginary
Correct answer: Tangible means able to be touched or real.
-
Tangible
-
Bangla Meaning: স্পর্শ দ্বারা বোধগম্য; ধরাছোঁয়া যায় এমন।
-
English Meaning: capable of being perceived especially by the sense of touch : palpable.
-
Other options:
-
Option A) Abstract
-
Bangla Meaning: বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
-
English Meaning: difficult to understand : abstruse.
-
-
Option C) Invisible
-
Bangla Meaning: অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
-
English Meaning: incapable by nature of being seen : not perceptible by vision.
-
-
Option D) Imaginary
-
Bangla Meaning: কাল্পনিক; মনঃকল্পিত; অবাস্তব; অমূলক।
-
English Meaning: existing only in imagination : lacking factual reality.
-

0
Updated: 2 weeks ago
The word 'sibling' means-
Created: 1 month ago
A
a brother
B
a sister
C
a brother or sister
D
an infant
‘Sibling’ শব্দের অর্থ
-
ইংরেজি অর্থ: একজন বা একাধিক ব্যক্তি যাদের কমপক্ষে একজন অভিভাবক একই; বা একাধিক জিনিস যা সাধারণ কোনো বৈশিষ্ট্য বা সম্পর্ক দ্বারা যুক্ত।
-
বাংলায় অর্থ: একই মাতাপিতার সন্তান; ভাই বা বোন।
শ্রেণিবিন্যাস: নাম (Noun)
উৎস: Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
The word "Kudos" means -
Created: 6 days ago
A
Criticism
B
Neglect
C
Disgrace
D
Praise
Kudos (Noun) হলো সেই পাবলিক প্রশংসা বা সম্মান যা কেউ কোনো বিশেষ কৃতিত্ব বা সামাজিক অবস্থানের কারণে পায়।
Bangla Meaning: কথ্যভাবে সম্মান ও গৌরব, অভিনন্দন বা প্রশংসা করা।
-
Synonyms:
-
Applause – সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক করতালি বা তুমুল হর্ষধ্বনি
-
Fame – খ্যাতি
-
Credit – কৃতিত্ব
-
Acclaim – প্রশংসা
-
Accolade – জয়ধ্বনি
-
-
Antonyms:
-
Dishonor – অমর্যাদা
-
Condemnation – নিন্দা
-
Disrespect – অসম্মান করা
-
Blame – দোষারোপ করা
-
Denunciation – অভিশাপ বা ভীতিপ্রদর্শন
-
-
উল্লিখিত অপশনগুলো:
-
Criticism – খুঁতসন্ধান
-
Neglect – অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা
-
Disgrace – সম্মানহানি বা খ্যাতিনাশ
-
Praise – প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা
-
-
Example Sentences:
-
Being an actor has a certain amount of kudos attached to it.
-
Kudos to everyone who helped.
-

0
Updated: 6 days ago