Which is the opposite of 'Magnanimous'?
A
Generous
B
Noble
C
Mean
D
Alfresco
উত্তরের বিবরণ
Correct answer হলো গ) Mean, যা “ঘৃণ্য বা নিন্দনীয়” অর্থ প্রকাশ করে। Magnanimous বা Noble-এর মত ইতিবাচক অর্থের সঙ্গে এটি সম্পূর্ণ বিপরীত।
-
Magnanimous – মহানুভব; ইংরেজি অর্থ: showing or suggesting a lofty and courageous spirit.
-
Mean – ঘৃণ্য; জঘন্য; নিন্দনীয়; ইংরেজি অর্থ: to have in the mind as a purpose : intend.
-
Generous – উদার; সহৃদয়; ইংরেজি অর্থ: liberal in giving : openhanded.
-
Noble – মহৎ; মহান; মহানুভব; উদারমতি; ইংরেজি অর্থ: possessing outstanding qualities : illustrious.
-
Alfresco – (আহার) খোলা জায়গায়; চার দেয়ালের বাইরে; ইংরেজি অর্থ: taking place or located in the open air : outdoor, outdoors.
-
Base – যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; ইংরেজি অর্থ: the bottom of something considered as its support : foundation.

0
Updated: 3 days ago
Before submitting the project, the manager asked her assistant to ______ the final draft for any errors.
Created: 1 month ago
A
look up
B
look into
C
look over
D
look after
Phrasal Verb: Look over
-
English Meaning: to quickly examine something
-
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা
ব্যবহার:
-
কোন বিষয়ে পরীক্ষা বা পরিদর্শন বোঝাতে look over ব্যবহৃত হয়।
Example Sentence:
-
English: Before submitting the project, the manager asked her assistant to look over the final draft for any errors.
-
Bangla: প্রজেক্ট জমা দেওয়ার আগে, ম্যানেজার তার সহকারীকে খসড়া কপিটি কোনো ভুল আছে কি না তা দেখে নিতে বললেন।
অন্যান্য Related Phrasal Verbs
-
Look after → দেখাশুনা করা
-
Look into → গভীর পর্যবেক্ষণ করা
-
Look upon → বিবেচনা করা
-
Look down upon → খারাপ দৃষ্টিভঙ্গি দেখা
-
Look up to → শ্রদ্ধা করা
-
Look out for → আশা করা বা খেয়াল রাখা
-
Look to → সতর্ক করা
-
Look on → বিবেচনা করা
-
Look up → অভিধানে খোঁজা বা তথ্য খোঁজা
-
Look in (on somebody) → অল্পক্ষণের জন্য দেখা করতে আসা

0
Updated: 1 month ago
The word "Trepidation" means -
Created: 2 weeks ago
A
Confidence
B
Anxiety
C
Calmness
D
Curiosity
Trepidation (Noun) সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
-
English Meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future
-
Bangla Meaning: সচকিত উত্তেজিত মনোভাব
Synonyms:
-
Anxiety: ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা
-
Apprehension: আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি; উপলব্ধি; চেতনা; বোধ
-
Disquietude: মানসিক অস্থিরতা বা উদ্বেগ
Antonyms:
-
Assurance: আত্মপ্রত্যয়; আত্মবিশ্বাস
-
Calmness: শান্ততা; বিশ্রান্ততা
-
Equanimity: মনমেজাজের প্রশান্তি
-
Composure: শান্তি; স্থৈর্য; আত্মসংযম
Other Options:
-
Confidence: আত্মবিশ্বাস; দৃঢ়তা; সাহস; আস্থা
-
Curiosity: ঔৎসুক্য
Example Sentences:
-
The villagers faced the storm with trepidation but stood united.
-
Despite his trepidation, he agreed to try skydiving for the first time.

0
Updated: 2 weeks ago
"Die in harness" means -
Created: 1 month ago
A
Die while working
B
Die at home peacefully
C
Die after long illness
D
Die before retirement
Die in Harness
-
Correct Answer: ক) Die while working
-
Meaning (English): to die on duty / die before retirement
-
Meaning (Bangla): কাজ করতে করতে মারা যাওয়া
-
Example Sentence:
-
She doesn't want to retire; she'd rather die in harness.
-
Bangla Meaning: সে অবসর নিতে চায় না; বরং কাজ করতে করতে মৃত্যুকে আলিঙ্গন করাই তার কাছে শ্রেয়।
-
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago