30% of 10 is 10% of which?
A
30
B
60
C
40
D
600
উত্তরের বিবরণ
প্রশ্ন: 30% of 10 is 10% of which?
সমাধান:
30% of 10 = 10% of x
⇒ (30/100) × 10 = (10/100) × x
⇒ 3 = x/10
So, x = 30
0
Updated: 3 months ago
Mr. Karim deposited a certain amount of money for a fixed period of time. On maturity, he received a total of Tk. 50,000 when the ratio of interest and investment became 1: 4. If the simple interest rate was 5%, calculate the time period for which the money was invested.
Created: 3 weeks ago
A
3 years
B
4 years
C
5 years
D
8 years
Solution:
প্রদত্ত তথ্য অনুযায়ী, আসল এবং সুদের অনুপাত = 4 : 1
মোট প্রাপ্ত টাকা = 50,000 টাকা
মোট অনুপাত = 4 + 1 = 5
সুতরাং, আসল = 50,000 টাকার (4/5) অংশ = 40,000 টাকা
এবং, সুদ = 50,000 টাকার (1/5) অংশ = 10,000 টাকা
এখানে,
I = সুদ = 10,000 টাকা
P = আসল = 40,000 টাকা
R = সুদের হার = 5%
T = সময়কাল = ?
আমরা জানি, সরল সুদের ক্ষেত্রে,
I = (P × R × T)/100
⇒ 10,000 = (40,000 × 5 × T)/100
⇒ 10,000 = 400 × 5 × T
⇒ 10,000 = 2,000 × T
⇒ T = 10,000/2,000
⇒ T = 5
সুতরাং, টাকাটি 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল।
প্রদত্ত তথ্য অনুযায়ী, আসল এবং সুদের অনুপাত = 4 : 1
মোট প্রাপ্ত টাকা = 50,000 টাকা
মোট অনুপাত = 4 + 1 = 5
সুতরাং, আসল = 50,000 টাকার (4/5) অংশ = 40,000 টাকা
এবং, সুদ = 50,000 টাকার (1/5) অংশ = 10,000 টাকা
এখানে,
I = সুদ = 10,000 টাকা
P = আসল = 40,000 টাকা
R = সুদের হার = 5%
T = সময়কাল = ?
আমরা জানি, সরল সুদের ক্ষেত্রে,
I = (P × R × T)/100
⇒ 10,000 = (40,000 × 5 × T)/100
⇒ 10,000 = 400 × 5 × T
⇒ 10,000 = 2,000 × T
⇒ T = 10,000/2,000
⇒ T = 5
সুতরাং, টাকাটি 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল।
0
Updated: 3 weeks ago
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
Created: 1 month ago
A
৫%
B
১০%
C
২০%
D
২৫%
প্রশ্ন: জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
সমাধান:
ধরি,
জনির আয় = ২০x টাকা
জনির ব্যয় =১৫x টাকা
∴ সঞ্চয় = (২০x - ১৫x) টাকা
= ৫x টাকা
∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}%
= ২৫%
∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%।
0
Updated: 1 month ago
কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত % কম?
Created: 6 days ago
A
২০%
B
২৫%
C
১০%
D
১৫%
ধরা যাক মুকুলের আয় ১০০ টাকা।
প্রশ্নে বলা আছে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি, অর্থাৎ কুসুমের আয় হবে —
১০০ + ২৫ = ১২৫ টাকা।
এখন দেখা যাক, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত শতাংশ কম।
অর্থাৎ কমের পরিমাণ = (১২৫ - ১০০) = ২৫ টাকা।
এখন শতাংশ নির্ণয়ের সূত্র অনুযায়ী —
কমের হার = (কমের পরিমাণ ÷ কুসুমের আয়) × ১০০
= (২৫ ÷ ১২৫) × ১০০
= ২০%
অতএব, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা ২০% কম।
এই ধরনের শতাংশ নির্ণয়ে মনে রাখতে হয়—
-
যখন একটি পরিমাণ অন্যটির তুলনায় x% বেশি, তখন উল্টোভাবে সেটি (x / (১০০ + x)) × ১০০% কম হয়।
-
যেমন এখানে ২৫% বেশি মানে উল্টোভাবে ২০% কম।
-
এটি সব সময় বিপরীত অনুপাতে নির্ভর করে, তাই ২৫% ও ২০% সমান নয়।
সুতরাং সঠিক উত্তর হলো—
ক) ২০%
0
Updated: 6 days ago