গৌড়ের নাম 'জান্নাতাবাদ' রাখেন কে?
A
শেরশাহ
B
জাহাঙ্গীর
C
হুমায়ুন
D
বাবর
উত্তরের বিবরণ
গৌড় ও হুমায়ুন:
-
গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হুমায়ুন এটিকে 'জান্নাতবাদ' নামে অভিহিত করেন
-
মুঘল সম্রাট বাবর ও তাঁর পুত্র হুমায়ুন হুসেন শাহি যুগের শেষ দিকে বাংলাকে মুঘল অধীনে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু আফগানদের কারণে প্রথমে সফল হননি
-
আফগান নেতা শের খান শূরের সঙ্গে হুমায়ুনের যুদ্ধ সংঘটিত হয়
-
শের খানের লক্ষ্য ছিল সমগ্র ভারতের অধিপতি হওয়া, তাই তিনি গোপনে নিজের শক্তি বৃদ্ধি করতে থাকেন
-
অল্প সময়ে শের খান চুনার দুর্গ ও বিহার অধিকার করেন
-
১৫৩৭ খ্রিস্টাব্দে তিনি দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন
-
পরবর্তীতে দিল্লির মুঘল সম্রাট হুমায়ুন শের খানের পিছু ধাওয়া করে গৌড় অধিকার করেন
-
গৌড়ের সৌন্দর্য দেখে হুমায়ুন আবারও এটিকে 'জান্নাতবাদ' নামকরণ করেন

0
Updated: 3 days ago