প্রাচীনকালে ’সমতট’ জনপদের রাজধানী ছিল কোথায়?
A
পুণ্ড্রনগর
B
বড় কামতা
C
বিক্রমপুর
D
সোনারগাঁও
উত্তরের বিবরণ
সমতট হলো পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি বিস্তৃত একটি প্রাচীন অঞ্চল।
-
রাজধানী: বড় কামতা
-
দেবপর্বত অবস্থিত: কুমিল্লার লালমাই পাহাড়ে
-
বিস্তার: গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা, এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশ
-
কুমিল্লার ময়নামতিতে প্রাচীন নিদর্শন পাওয়া গেছে, এর মধ্যে অন্যতম: শালবন বিহার
-
উল্লেখযোগ্য নগরী: পুণ্ড্রনগর, যা বর্তমানের মহাস্থানগড়
-
বর্তমানে, বিক্রমপুর নামটি মুন্সিগঞ্জ জেলার একটি অঞ্চলের নাম হিসেবে রয়েছে

0
Updated: 3 days ago
প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
Created: 3 weeks ago
A
ঢাকা ও কুমিল্লা
B
ময়মনসিংহ ও নেত্রকোণা
C
কুমিল্লা ও নােয়াখালী
D
ময়মনসিংহ ও জামালপুর
সমতট ছিল দক্ষিণ-পূর্ব বাংলার একটি প্রাচীন জনপদ, যার নামটির অর্থ হলো তটের সমান্তরাল। ইতিহাসে এর উল্লেখ বহুবার পাওয়া যায় এবং এ অঞ্চল বৌদ্ধ সংস্কৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল।
-
চতুর্থ শতকে সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ পাওয়া যায়।
-
সপ্তম শতকে হিউয়েন সাঙ সমতটে আগমন করেছিলেন এবং তিনি এখানে বিদ্যমান বৌদ্ধ সংস্কৃতির বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন।
-
হিউয়েন সাঙের বর্ণনা থেকে বোঝা যায়, সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার লালমাই অঞ্চল।
-
সমতট মূলত বঙ্গের পূর্বদিকে অবস্থিত ছিল।
-
মেঘনার পূর্ববর্তী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
-
এর কেন্দ্রবিন্দু ছিল কুমিল্লার নিকটবর্তী লালমাই এলাকা।
-
প্রাচীন সমতটের বিস্তৃতি ছিল ত্রিপুরা (কুমিল্লা) ও নোয়াখালী অঞ্চল জুড়ে।

0
Updated: 3 weeks ago
প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল -
Created: 1 month ago
A
লালমাই
B
পুণ্ড্রনগর
C
কোটিবর্ষ
D
পাহাড়পুর
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটির অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- প্রাচীন ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট জনপদ।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago