আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৫ জয়ী লেখিকা কে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
পারভীন ভানু
B
মির্জা ওয়াহিদা
C
বানু মুশতাক
D
তাহমিনা আনাম
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৫ লাভ করেছেন ভারতীয় কন্নড় ভাষার লেখিকা বানু মুশতাক। তিনি তাঁর ছোটগল্প সংকলন Heart Lamp-এর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।
-
কন্নড় ভাষার লেখকদের মধ্যে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্তি
-
Heart Lamp সংকলনে ১২টি ছোটগল্প রয়েছে, যা ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে রচিত
-
গল্পগুলোর বিষয়বস্তু: দক্ষিণ ভারতের মুসলিম নারীদের জীবনযাপন, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, লিঙ্গবৈষম্য এবং সামাজিক সংগ্রামের বাস্তব চিত্র
-
এই বইটি: আন্তর্জাতিক বুকার পুরস্কারপ্রাপ্ত প্রথম ছোটগল্প সংকলন এবং প্রথম কন্নড় ভাষায় রচিত ও অনুদিত গ্রন্থ

0
Updated: 3 days ago